অন্তর্বর্তী সরকারের বিদেশনীতি হচ্ছে প্রো-বাংলাদেশ: প্রেস সচিব
Published: 15th, April 2025 GMT
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিদেশনীতি হচ্ছে প্রো-বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চাইছেন সার্কের যত দেশ আছে, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের সম্পর্কের যেন উন্নয়ন হয়। আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সেই আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত। তাই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি।
তিনি আরো বলেন, একইসঙ্গে আমরা ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। ভুটান, নেপালের সঙ্গেও চাচ্ছি।
প্রেস সচিব জানান, এর অংশ হিসেবে গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করবো। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে।
শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশনীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের ঘনিরামপুর বেলতলি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেল আরোহী নিহত হন এবং বিকেলে পীরগাছায় নিহত হন ট্রলিচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে ২ জন তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলতলি পেট্রোল পাম্পের কাছে গেলে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপার গ্রামে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে, রোববার বিকেলে পীরগাছা উপজেলার সুখানপুকুর ব্রিজের কাছে চাল বোঝাই ট্রলি উল্টে চালক নয়ন মিয়ার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রলিচালক নয়ন মিয়া ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, উপজেলা খাদ্যগুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাকের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিবহন করছিলেন চালক নয়ন মিয়া। তিনি সুখানপুকুর ব্রিজের কাছে আসলে হঠাৎ করে ট্রলির পেছনের দুটি চাকার মধ্যে এক্সেল ভেঙে যায়। এ সময় ট্রলিটি উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং নয়ন মিয়া ট্রলি ও গাছের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।