দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) প্রশাসক নিয়োগের পর এবার সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

অফিস আদেশে বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তারকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও সহকারী বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব মাজেদুল ইসলাম ও রেজাউল করিম।

আরও পড়ুনএবার বেসিসে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়০৪ ডিসেম্বর ২০২৪

বেসিসের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার ফোনকল করার পাশাপাশি খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া দেননি আদেশে সই করা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন। বেসিস প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ব্যক্তিগত কারণে দেখিয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করেন। এরপর এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন সভাপতি হন এম রাশিদুল হাসান। সেই কমিটিও বেশি দিন কাজ করতে পারেনি। এরপর গত ৪ ডিসেম্বর বেসিসে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যোগদানের পরবর্তী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বেসিসে নির্বাচন হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপসচ ব

এছাড়াও পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”

আরো পড়ুন:

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’

স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।  

অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। 

সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।” 

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।  

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • অকার্যকর ডেমু ট্রেন কেনায় রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • পুরোনো পথে সরকার, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি
  • এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি
  • তিন জেলার ডিসি প্রত্যাহার
  • কক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান
  • আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে