স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া ঠেকাবেন যেভাবে
Published: 17th, April 2025 GMT
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ‘স্টোরেজ ফুল’ বার্তাটি এখন এক বিড়ম্বনার নাম। হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে ফোনের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ার কারণে এই বার্তা পেয়ে থাকেন অনেকেই। তবে চাইলেই হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড-সুবিধা বন্ধ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
স্বয়ংক্রিয় ডাউনলোড-সুবিধা বন্ধের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরের ডান কোণে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘চ্যাটস’ অপশনে প্রবেশ করে ‘মিডিয়া ভিজিবিলিটি’র পাশে থাকা টগলটি বন্ধ করতে হবে। এই পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো কোনো ছবি বা ভিডিও নতুন করে ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে না। হোয়াটসঅ্যাপে চাইলে নির্দিষ্ট কোনো ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় ডাউনলোড-সুবিধা বন্ধ করা যায়। এ জন্য সংশ্লিষ্ট চ্যাট অপশন খুলে ওপরে থাকা প্রোফাইল নাম বা ছবিতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘মিডিয়া ভিজিবিলিটি’ থেকে ‘নো’ অপশন নির্বাচন করে ‘ওকে’ অপশনে ক্লিক করতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প ড উনল
এছাড়াও পড়ুন:
নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।
নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।