ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ২০২৫ এএইচএফ কাপ হকির লড়াই। টুর্নামেন্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের হকি দল ৫-১ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ দুই কোয়ার্টারে আগ্রাসী হকির প্রদর্শনীতে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন সোহানুর রহমান সবুজ।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন খুলে দেন। ঠিক ছয় মিনিট পরেই কাজাখস্তান পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দুই কোয়ার্টার শেষে স্কোর ছিল ১-১।

আরো পড়ুন:

অলিম্পিক হকিতে সেমিফাইনালে ভারত

‘মারামারির’ পর আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকেও মাঠ ছাড়লো মোহামেডান

তৃতীয় কোয়ার্টারে শুরু হয় বাংলাদেশের দাপট। ৩৮ মিনিটে নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন। এর এক মিনিট পরেই রাকিবুল হাসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান।

৪৪তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এর মাধ্যমে বাংলাদেশ ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, যেখানে প্রতিপক্ষ হবে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা দুই দল পাবে সেমিফাইনালে খেলার সুযোগ এবং একইসঙ্গে নিশ্চিত করবে এশিয়া কাপের টিকিট।

উল্লেখ্য, গত চার আসরের এএইচএফ কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে। কাজাখস্তানের বিপক্ষে এই বড় জয় সেই লক্ষ্যে শক্ত এক পদক্ষেপ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হক গ ল কর

এছাড়াও পড়ুন:

জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে

পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।

পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।

জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪

প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।

সম্পর্কিত নিবন্ধ