দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবারও বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। এই বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রাজধানীসহ দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে আজ বৃষ্টি বাড়তে পারে। তবে আগামীকাল রোববার থেকে এ বৃষ্টি কমে যেতে পারে।

কয়েক দিনের তাপপ্রবাহের পর বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। প্রাক্‌–মৌসুমি বায়ুর এ সময়ে এমন বৃষ্টি হয় সাধারণত। এর সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এসবের প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ গতকাল কিছুটা কমে আসে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে বৃষ্টি হয়েছে সামান্যই। তবে আজ বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত। কোথাও কোথাও অবশ্য মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ দেশের মধ্যাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। যদি আমরা ঢাকাকে কেন্দ্র ধরে নিই, তাহলে আশপাশের ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর—এসব এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আর দেশের সব স্থানেই মোটামুটি বৃষ্টি হতে পারে আজ। রংপুর বিভাগের কিছু স্থানে, রাজশাহীর একটি অংশে এবং দক্ষিণ চট্টগ্রামের দিকে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।’

এদিকে বৃষ্টির কারণে দেশে কমে গেছে তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে ৪৮ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলা ও খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল এ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল

মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫

জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।

২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক

সম্পর্কিত নিবন্ধ

  • পা পিছলে ট্রেনের নিচে সবজি বিক্রেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  • পা পিছলে ট্রেনের নিচে, অলৌকিকভাবে বেঁচে গেলেও পরে মৃত্যু
  • নভেম্বরে বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির
  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ