দেশের শেয়ারবাজারে গত সপ্তাহটি কেমন গেল? বাজার নিয়ে বিনিয়োগকারীরাই বা কতটা আশাবাদী? এসব প্রশ্নের জুতসই উত্তর মিলছে না। কারণ, শেয়ারবাজারে অনেক দিন ধরেই উত্থানের চেয়ে পতনটাই বেশি ঘটছে। বদৌলতে সূচক ক্রমেই নিম্নগামী হচ্ছে। এতে শেয়ারবাজার নিয়ে উদ্বেগ–আতঙ্ক বাড়ছে।
গত সপ্তাহের মোট চার কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৮ পয়েন্ট বা ২ শতাংশের বেশি। বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৮ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ১৮ শতাংশের বেশি কমে ৪ কোটি টাকার নিচে নেমেছে। আর লেনদেন হওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ২৯৯টিরই দাম কমেছে। দাম বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। এই বাজার নিয়ে বিনিয়োগকারীরা কতটা আশাবাদী, সেই উত্তর উল্লিখিত তথ্যের মধ্যেই নিহিত।
বাজার অংশীজন থেকে শুরু করে বিনিয়োগকারী সবারই এখন একটাই বক্তব্য, কেউ ভালো নেই। কারণ, শেয়ারের অব্যাহত দরপতনে সবাই বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন। বাজার অংশীজনেরা বলছেন, সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই। যে কারণে বাজার কেবলই দরপতনের একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে হতাশা বাড়ছে সর্বমহলে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে সরকার বদলের পর শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারী ও বাজার অংশীজনেরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। তখন বিএসইসির নেতৃত্বের বদল ঘটে। এরপর কেটে গেল সাত মাস। এ সময়ে বাজার সংস্কারে যত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে দেখা যাচ্ছে ধীরগতি। এর মধ্যে বিএসইসির শীর্ষ নেতৃত্ব বনাম কর্মকর্তাদের অন্তঃকলহ সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়। ফলে বিএসইসিতেই দেখা দেয় স্থবিরতা। সেই স্থবিরতার ভুক্তভোগী হচ্ছেন বিনিয়োগকারী ও অংশীজনেরা।
বিনিয়োগকারী ও অংশীজনেরা মনে করেন, নিয়ন্ত্রক সংস্থাটির অভ্যন্তরীণ কলহ বা মনোমালিন্য ঘুচিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে না।
শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে গত তিন দিনে ১০ জনের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁদের মধ্যে ছিলেন ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী থেকে শুরু করে বড় ও মাঝারি বিনিয়োগকারী। সবারই কথার সুর এ রকম, সরকার বদলের পর ব্যাংক খাতে দৃশ্যমান যত উদ্যোগ দেখা গেছে, পুঁজিবাজার সেই তুলনায় অনেক পিছিয়ে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ব্যাংক খাতের প্রতি আমানতকারীদের হারানো আস্থা যতটা ফিরিয়ে আনতে পেরেছেন, বিএসইসির নেতৃত্ব সেটি পারেননি। ফলে বাজারে নতুন বিনিয়োগ যেমন আসছে না তেমনি পুরোনো বিনিয়োগকারীরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আর বিএসইসিও যেন অনেকটা অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিনের অংশীজন হিসেবে বাজার নিয়ে আমাদের মধ্যে এত বেশি হতাশা আগে কখনো কাজ করেনি। বাজার এখন অনেকটাই দিকনির্দেশনাহীন। বিএসইসির সিদ্ধান্তহীনতা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বাজারকে এক অনিশ্চিত পথে ধাবিত করছে। বর্তমান বিএসইসি বাজারের মূল সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে। এ কারণে বাজারে আমরা আশার কোনো আলো দেখতে পারছি না।’
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী বলেন, আগে বিএসইসির একটি অংশ দুর্নীতি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল। আর এখন বিএসইসি পরিণত হয়েছে একটি অকার্যকর প্রতিষ্ঠানে। সংস্থাটির অভ্যন্তরীণ সমস্যা বাজারমুখী নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিনের অংশীজন হিসেবে বাজার নিয়ে আমাদের মধ্যে এত বেশি হতাশা আগে কখনো কাজ করেনি। বাজার এখন অনেকটাই দিকনির্দেশনাহীন। বিএসইসির সিদ্ধান্তহীনতা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বাজারকে এক অনিশ্চিত পথে ধাবিত করছে। বর্তমান বিএসইসি বাজারের মূল সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছেমিনহাজ মান্নান, পরিচালক, ডিএসইএদিকে অতীতে নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়ায় বিএসইসির কর্মকর্তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রেও বর্তমান কমিশনকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একদিকে ঘর সামাল দেওয়া, অন্যদিকে বাজারের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ—দুইয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কমিশনকে। তাই কাজের ক্ষেত্রে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।
সার্বিক বিষয়ে জানতে বিএসইসির মুখপাত্রসহ একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, শেয়ারবাজারে অভিজ্ঞ লোকের ঘাটতি রয়েছে। যাঁরা অভিজ্ঞ, তাঁরা আবার নানা ধরনের সুবিধাভোগী। ফলে কাজ করতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ কারণে টাস্কফোর্সসহ বাজারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। একসঙ্গে অনেকগুলো বিষয়ে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হলে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন তিনি।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র চার কার্যদিবসে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। ওই সময় লেনদেনও বেড়ে ২ হাজার কোটি টাকা অতিক্রম করেছিল। আট মাস পর এসে এখন বাজারের লেনদেন কমে নেমেছে ৪০০ কোটির ঘরে, আর সূচকও ১ হাজার পয়েন্ট কমে আবার ৫ হাজারের কাছাকাছি নেমে এসেছে। শেয়ারবাজারের লেনদেন কমে গেলে তাতে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ বাজারের অংশীজনেরাও বড় লোকসানের মুখে পড়েন। ২০১০ সালের ধসের পর থেকে শেয়ারবাজারের এমন পরিস্থিতিই চলছে। মাঝেমধ্যে অবশ্য কিছুটা উত্থান দেখা গেলেও সেটি স্থায়ী হয় না। যার কারণে হঠাৎ হঠাৎ আশার ঝিলিক দেখা গেলেও আবার হতাশার মুখোমুখি হতে হয় বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের। এ অবস্থায় দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাই এখন সবার চাওয়া।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স দ ধ ন ত গ রহণ শ য় রব জ র ব এসইস র ন ব এসইস র অ শ জন অ শ জন র ক র যকর ল নদ ন ক জ কর র বদল সরক র
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।