স্থগিত হওয়া শান্তি আলোচনার পথে বাঁধা হিসেবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো দায়ী করেছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকেই একে অপরকে দোষারোপ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন। দুই দেশ যদি দ্রুত আলোচনায় না বসে তাহলে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইস্টারের জন্য একতরফা একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিয়েভ এটিকে মূলত একটি কৌশল হিসেবে উড়িয়ে দিয়েছে। উভয় পক্ষ একে অপরকে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩০ দিনের জন্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় পুতিন জানিয়েছেন, তিনি এটি বিবেচনা করবেন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা করতে আগ্রহী। কিন্তু আলোচনার অনুমতি দেওয়ার জন্য কিয়েভকে ‘আইনগতভাবে এই ধরনের যোগাযোগের বাধাগুলি দূর করতে হবে।’

মস্কো নিয়মিতভাবে পুতিনের সাথে আলোচনায় বাধা দেওয়ার জন্য জেলেনস্কির স্বাক্ষরিত একটি ডিক্রি সম্পর্কে অভিযোগ করে।

জেলেনস্কি বলেছেন, “বেসামরিক অবকাঠামোর উপর হামলা বন্ধ করার আমাদের প্রস্তাবটিও টেবিলে রয়ে গেছে। এই আলোচনায় জড়িত হওয়ার জন্য রাশিয়ার প্রকৃত প্রস্তুতি প্রয়োজন।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র জন য

এছাড়াও পড়ুন:

এক শো, দুই তারকা

টক শো সঞ্চালক হয়ে আসছেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাঁদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন হয়ে গেল গত সোমবার। শোয়ের ট্রেলারে দেখা গেছে বলিউডের প্রথম সারির অনেক তারকাকে। এক ঝলকেই উপস্থিত ছিলেন আমির খান-সালমান খান, গোবিন্দা-চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, ভিকি কৌশল-কৃতি শ্যানন, করণ জোহর-জাহ্নবী কাপুর। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ।

ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাঁদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে টুইংকেল কাজলকে বন্ধু বলতে একেবারেই নারাজ। মজার ছলে জানান, ‘শোতে কাজলকে আমি বোন বলেছি। আমরা বন্ধু নই, আমরা বোন। আমরা একে অপরকে নিয়ে ঠাট্টা-তামাশা করি, বিদ্রুপও করি, আবার একই সঙ্গে একে অপরকে ভরসা দিই। এটাই আমাদের আসল বন্ডিং।’ টুইংকেলের কথা শুনে কাজলও হাসিমুখে তা সমর্থন করেন। দুজনের প্রাণবন্ত আড্ডা সেদিনই উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে টু মাচ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।

মুম্বাইয়ের অনুষ্ঠানের প্রচারে কাজল ও টুইঙ্কেল খান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • এক শো, দুই তারকা