প্রথম দিনে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অনেকটা। সময়ের সঙ্গে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেনের দল। প্রথম ইনিংসের ৮২ রানের ঘাটতি পুষিয়ে তৃতীয় দিন শেষে এগিয়ে গেছে ১১২ রানে। বাংলাদেশের হাতে আছে আরও ৬ উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাদেশ ৩০০ রানের লক্ষ্য দিতে চায়, সংবাদ সম্মেলনে তা জানিয়ে গেছেন দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক।

জিম্বাবুয়ে স্বাভাবিকভাবেই এত রান তাড়া করতে চাইবে না। দলটির পেসার ব্লেসিং মুজারাবানি সংবাদ সম্মেলনে বলেন, আজ তাঁদের লক্ষ্য থাকবে বাংলাদেশ যেন ২০০ রানের বেশি লক্ষ্য দিতে না পারে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটের ৩টিই নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা বললেন এভাবে, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’

মুশফিকুর রহিমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানির উল্লাস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ য

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ