ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি পুতিন
Published: 23rd, April 2025 GMT
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক দিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। শনিবার একতরফাভাবে ঘোষণা করা ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।
রুশ রাষ্ট্রীয় টিভির একজন প্রতিবেদককে পুতিন বলেন, মস্কো যে কোনো শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত এবং কিয়েভের কাছ থেকেও একই প্রত্যাশা করছে। আমাদের সর্বদা যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, যে কারণে আমরা এ ধরনের উদ্যোগ নিয়ে এসেছি বলেন তিনি।
বেসামরিক লক্ষ্যবস্তুতে জেলেনস্কির প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি সাবধানতার সঙ্গে বিবেচনার বিষয়, সম্ভবত দ্বিপক্ষীয়ভাবেও। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে নিশ্চিত করেছেন, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক লক্ষ্যবস্তু রক্ষার জন্য যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন বলেছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানাবে।
রয়টার্স লিখেছে, এ দুই নেতা যুক্তরাষ্ট্রের চাপে আছেন। আলোচনায় কোনো অগ্রগতি না হলে রাশিয়া-ইউক্রেন শান্তি প্রচেষ্টার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে হুমকি দিয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড