ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত পাঁচ দল
Published: 23rd, April 2025 GMT
ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত হয়েছে পাঁচ ইসলামী দল। বুধবার রাজধানীর পল্টনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলগুলোর সংলাপে এ সিদ্ধান্ত হয়। এতে আরও অংশ নেয় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টি।
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়া এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য হয়েছে পাঁচ দলের।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সংলাপ শেষে বলেন, ইসলামি দলগুলোর ভোট এক বাক্সে পাঠাতে কাজ অনেক দূর এগিয়েছে। সব দলের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য সবাই একমত হয়েছেন।
চরমোনাই পীর করীম বলেন, বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ে টালবাহানা না করতে পারে- এতে ঐকমত্য হয়েছে। নারী বিষয়ক সংস্কার মিশন সম্পূর্ণ বাতিল করতে হবে। না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারীদের বিচার দ্রুত করতে হবে। পাচার করা টাকা ফেরত আনতে হবে।
সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় কত দিন- প্রশ্নে রেজাউল করীম বলেন, নির্ধারিত সময় বলা যায় না। আমাদের চাওয়া সংস্কার যাতে দ্রুত হয়।
সংলাপে অংশ নেন বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফতের মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
সব দলের সম্মতিতে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবি পার্টি
জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া ও বাস্তবায়নে বাস্তবসম্মত পদ্ধতি কী হতে পারে সেই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানোর পক্ষে এবি পার্টি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এবি পার্টির নেতৃবৃন্দ।
বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নির্বাচন কেন্দ্রীক সংশয় ও সন্দেহ প্রকাশ করলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে যে দৃঢ়তা দেখিয়েছেন তার সাথে এবি পার্টি একমত। জুলাই সনদের বৈধতা ও বাস্তবায়নের পদ্ধতিতে সকল দল এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি তাবে অনেক বিষয়ে সকল রাজনৈতিক দল একমত বলে মনে করি। যে বিষয়ে দলগুলো ঐকমত্যে আসতে পারছে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনা করা, পাশাপাশি ঐক্যমত্য কমিশনে বসে সমাধানে আসা সম্ভব।”
এসময় তিনি জুলাই সনদের বৈধতা তৈরি ও বাস্তবায়নের জন্য ব্যক্তি ও দলের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে থেকে জাতীয় আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্ববান করেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সংবিধানের বাইরে বা ভিতরে থেকে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার পক্ষে মতামত দেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ ব্যারিস্টার সানী আবদুল হক।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা