লন্ডনে বুধবার শুরু হওয়ার কথা ছিল নতুন ধাপের ইউক্রেন শান্তি আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অংশ না নেওয়ার আকস্মিক সিদ্ধান্তে কারণে স্থগিত হয়ে গেছে সেই আলোচনা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, আলোচনা স্থগিত হওয়া লন্ডনের জন্য একটি কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তারা। যে আলোচনায় নেই ইউরোপ ও ইউক্রেন।

দ্য গার্ডিয়ান এক সূত্রের বরাতে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের স্বীকৃতি দাবি করেছে।

রুশ ড্রোন হামলায় নিহত ৯: রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। মঙ্গলবার ইউক্রেনের শ্রমিক বহনকারী একটি বাসে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় এক নারী নিহত ও এক প্রসূতিসহ অন্তত ৪২ জন আহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তারাসিভকা গ্রাম দখল করেছে। যদিও এ দাবি এখনও যাচাই করা যায়নি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যতই অগ্রাধিকার পাক, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ইউক্রেনকে ছাড়া সম্ভব নয়– এমনটাই বলছে ইউক্রেন ও তার মিত্ররা।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউক র ন র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ