লন্ডনে ইউক্রেন শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত
Published: 23rd, April 2025 GMT
লন্ডনে বুধবার শুরু হওয়ার কথা ছিল নতুন ধাপের ইউক্রেন শান্তি আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অংশ না নেওয়ার আকস্মিক সিদ্ধান্তে কারণে স্থগিত হয়ে গেছে সেই আলোচনা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, আলোচনা স্থগিত হওয়া লন্ডনের জন্য একটি কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তারা। যে আলোচনায় নেই ইউরোপ ও ইউক্রেন।
দ্য গার্ডিয়ান এক সূত্রের বরাতে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের স্বীকৃতি দাবি করেছে।
রুশ ড্রোন হামলায় নিহত ৯: রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। মঙ্গলবার ইউক্রেনের শ্রমিক বহনকারী একটি বাসে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় এক নারী নিহত ও এক প্রসূতিসহ অন্তত ৪২ জন আহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তারাসিভকা গ্রাম দখল করেছে। যদিও এ দাবি এখনও যাচাই করা যায়নি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যতই অগ্রাধিকার পাক, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ইউক্রেনকে ছাড়া সম্ভব নয়– এমনটাই বলছে ইউক্রেন ও তার মিত্ররা।
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র ইউক র ন র
এছাড়াও পড়ুন:
শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত, থানায় অভিযোগ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় কয়েক বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার স্বজন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানা আজগর আলীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত আল-আমিন নামে এক যুবক ও তার সহযোগীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামে একটি চায়ের দোকান চালাতেন। অভিযুক্ত আল-আমিন একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার এবং স্থানীয় সূত্র জানায়, যে শিশুটিকে উত্ত্যক্ত করত বখাটেরা, তার মা পাঁচ বছর আগে মারা যান। মেয়েটি নানা আজগর আলীর বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শিশুটিকে প্রায় উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করত আল-আমিন। এ নিয়ে আজগর আলীসহ মেয়েটির স্বজন বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। গত সোমবার মেয়েটির নানা আজগর আলী সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার অভিযোগটি তদন্ত করার পর তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এ ঘটনায় ক্ষিপ্ত হয় আল-আমিন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-আমিন চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে আজগর আলীর চায়ের দোকানে যায়। তারা বৃদ্ধ আজগর আলীকে দোকান থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাটিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা চলে গেলে স্বজন ও প্রতিবেশীরা আজগর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজগর আলীকে মৃত ঘোষণা করেন।
আজগর আলীর শ্যালক নজরুল ইসলাম জানান, মাদক সেবন, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বখাটে আল-আমিন।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, নিহতের বড় ছেলে আইয়ুব খান বুধবার আল-আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আল-আমিন ও তার সহযোগীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।