হাত-পা ও মাথাবিহীন নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
Published: 26th, April 2025 GMT
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকা থেকে হাত-পা ও মাথাবিহীন এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা মার্কেটের সামনে বস্তাবন্দী অবস্থায় কিছু একটি পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে এক নারীর হাত-পা ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘‘মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, অজ্ঞাত এই নারীকে হত্যার পরে শুধু শরীরে অংশটি এখানে বস্তাবন্দী অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। মাথা ও অন্যান্য অংশ অন্য কোথাও ফেলা হয়েছে।’’
আরো পড়ুন:
রূপগঞ্জে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
গাজীপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
তিনি আরো বলেন, ‘‘পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’
ঢাকা/শিহাব/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড