পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। 

শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। এর আগে বৈঠক করেন জেলেনস্কি ও ট্রাম্প। বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউস জানিয়েছে। খবর বিবিসি বাংলার।  

ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয় যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন।

গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া ‘উত্তপ্ত’ বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির ‘খেলার মতো কোনো কার্ড নেই।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ