ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে: হোয়াইট হাউস
Published: 26th, April 2025 GMT
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। এর আগে বৈঠক করেন জেলেনস্কি ও ট্রাম্প। বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউস জানিয়েছে। খবর বিবিসি বাংলার।
ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয় যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন।
গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া ‘উত্তপ্ত’ বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি।
চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির ‘খেলার মতো কোনো কার্ড নেই।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।