সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৩ সংসার ভাঙার অভিযোগ করলেন হিরো আলম
Published: 26th, April 2025 GMT
বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি তিনটি সংসার ভেঙেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এক নারী মডেলকে সঙ্গে নিয়ে গাজীপুরের একটি পার্কে সংবাদ সম্মেলনে হিরো আলম এ সব কথা জানান।
হিরো আলম বলেন, ‘‘আমার পাশে যিনি বসে আছেন, তার নাম ইতি। তিনি একজন মডেল, গাজীপুরেই বাড়ি। আপনারা জানেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছে। এরপরে রিয়া মনির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সেই সাবেক বউ তিন তিনটি সংসার নষ্ট করেছেন। আমার পাশে বসা এই আপুটির সংসার নষ্ট করেছেন, আমার নিজের সংসার নষ্ট করেছেন। এছাড়াও আমার বাবাকে দেখাশোনা করতেন, যে মেয়ে তার সংসারও নষ্ট করেছেন।’’
হিরো আলম অভিযোগ করে বলেন, ‘‘রিয়া মনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে টাকা দিয়ে আমার নামে অপবাদ ছড়াচ্ছেন। আমার পাশে বসা এই ইতির স্বামীর সঙ্গে প্রেম করছেন। যার ফলে তাকেও ডিভোর্স দিয়েছেন।’’
আরো পড়ুন:
তসলিমা নাসরিনের প্রশ্ন
রিয়ামণির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমকে বিয়ে করেছিল
হিরো আলমকে মারধর, ৫ আসামি পেলেন জামিন
মডেল অভিনেত্রী ইতি বলেন, ‘‘আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার স্বামী ড্যান্সার। তিন বছরের সংসার আমাদের। তবে হিরো আলমের সাবেক বউ রিয়া মনি আমার স্বামীর সঙ্গে প্রেমে জড়ান। এরপর রিয়া মনির প্রলোভনে আমাকে ডিভোর্স দিয়েছেন। আমরা আজ তাদের চরিত্র জাতির সামনে তুলে ধরলাম।’’
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।