সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত
Published: 26th, April 2025 GMT
রাজধানীর উত্তরা কোর্টবাড়ি এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক নবদম্পতি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন মাসুম মিয়া (২৫) ও তার স্ত্রী ইতি খাতুন (১৯)।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মাসুম ও ইতি দম্পতি কোর্টবাড়ি এলাকায় রেললাইনে হাঁটছিলেন আর সেলফি তুলছিলেন। এ সময় সেখানে দুটি ট্রেন ক্রসিং করছিল। ঢাকা থেকে জামালপুর উদ্দেশে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইতি ঘটনাস্থলেই মারা যান। আর তার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন সমকালকে বলেন, মাসুমের গ্রামের বাড়ি নেত্রকোনা ও ইতির বাবার বাড়ি ময়মনসিংহে। পরিবারের অমতে তারা মাসখানেক আগে বিয়ে করেন। এর পর তারা ঢাকায় এসে দক্ষিণখানে বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। গার্মেন্টসে চাকরি খুঁজছিলেন এ দম্পতি।
তিনি আরও বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে (ঢামেক) পাঠানো হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।