‘৯০ দিনের মধ্যে আছিয়া-লামিয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে’
Published: 27th, April 2025 GMT
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরাজিস আলম বলেছেন, “কয়েক দিন আগে আমাদের বোন আছিয়াকে হারিয়েছি, আজ লামিয়াকে হারালাম। অন্তবর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আছিয়া ও লামিয়া যাদের কারণে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুদণ্ড আগামী ৯০ দিনের মধ্যে দিতে হবে।”
তিনি আরো বলেন, “এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে না হলেও সেই মৃত্যুদণ্ডের চিত্র পৃথিবীর সামনে আসা দরকার। এই চিত্র প্রকাশ্যে এলে আর কোন নরপিচাশ এক ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ঘটাতে সাহস করবে না।”
রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে সাতটায় ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার জানাজা নামাজের আগে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর নিজেই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পিতার মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লামিয়ার পরিবারকে সান্তনা দিতে সারজিস শহীদ জসিমউদদীনের গ্রামের বাড়িতে আসেন।
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ