ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন
Published: 28th, April 2025 GMT
ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আগামী ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। তবে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ‘মানবিক বিবেচনায়’ পুতিন এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এতে আরও বলা হয়েছে, ‘রাশিয়া বিশ্বাস করে, ইউক্রেনের পক্ষও এ ধরনের উদাহরণ অনুসরণ করা হবে।’
তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ‘ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে।’
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী উল্লেখ করে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া আবারও শান্তি আলোচনার জন্য শর্তহীন প্রস্তুতির ঘোষণা দিয়েছে। যার লক্ষ্য হলো, ইউক্রেন সংকটের মূল কারণগুলোর সমাধান ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠা করা।’
আরও পড়ুনরাশিয়া-ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি, বললেন ট্রাম্প২৬ এপ্রিল ২০২৫এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে গত সপ্তাহে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।
সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েক দিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন কুরস্ক ‘পুনর্দখলে’ রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা, প্রশংসায় মাতল মস্কো২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড