ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর
Published: 1st, May 2025 GMT
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মহান মে দিবসে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।
বৃহস্পতিবার (১ মে) সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ডে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মান্নান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বিভিন্ন সরকারের কাছে উন্নয়নের বুলি ছাড়া আর কিছু শুনিনি, আমাদের এই নারায়ণগঞ্জ শহরে আদমজী জুট মিল,করিম জুট মিল, বাওয়ানী জুট মিল সহ অনেকগুলো জুট মিল ছিলো।
প্রত্যেকটা জুট মিলে প্রায় ১০/১২ হাজার করে শ্রমিক ছিলো। এই পাটকল গুলো শ্রমিকের জন্য বন্ধ হয়নি,বন্ধ হয়েছিল দুর্নিতিবাজ কর্মকর্তা আর নেতৃত্বের নামে চোর,বাটপারদের জন্য। অনেকেই শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু আজো পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়নি।
তিনি আরও বলেন, আমাদের দেশে এক সময় লাল পতাকাধারী নেতারা বক্তৃতা দিতো, কেউ থাকবে পাঁচ তলায় আর কেউ থাকবে বাঁশ তলায় তা হবেনা। এই বলে তারা কোটিপতি বনে গিয়েছিল।
কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্য বদল হয়নি। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে আজ শ্রমিকরা দিশেহারা। শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন এক শ্রম নীতি চায়,মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা।
আমাদের দেশের নেতারা মালিকের বিরুদ্ধে শ্রমিকদের ক্ষেপিয়ে দিয়ে মিল কারখানা ধ্বংস করছে, পক্ষ্যান্তরে শ্রমিক কল্যাণ ফেডারেশন বলছে মালিক শ্রমিক ভাই ভাই, উন্নয়নের বিকল্প নাই।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন'র সাধারন সম্পাদক মো.
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ ভূইয়া,সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়ন, মোঃরুহুল আমিন, সভাপতি, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, আজিজ উদ্দিন বাবুল সভাপতি, ফতুল্লা দক্ষিণ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা, মো. হুমায়ূন কবির, সভাপতি সোনারগাঁ উত্তর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সমাবেশ শেষে এক বিশাল র্যালি মদনপুর হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।