এনপিসির নয়া সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম
Published: 1st, May 2025 GMT
ন্যাশনাল ফটোগ্রাফি ক্লাবের (এনপিসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম। বৃহস্পতিবার (১ মে) নারায়ণগঞ্জে এনপিসির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৌমিক দাসকে ফুল দিয়ে সম্মানিত করেন এনপিসির সাধারণ সম্পাদক মুনতাসির মইন। এরপর এনপিসির কো-ফাউন্ডার এবং নীতি নির্ধারণী সদস্য জয় কে রায় চৌধুরী নবনির্বাচিত সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিমকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় এনপিসির প্রচার সম্পাদক আজিজুল হাকিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ, সহদপ্তর সম্পাদক মুস্তাকিম মাহমুদ মুকুট, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক দাস, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক নিলয় ব্যানার্জী হিমু, কার্যকরী সদস্য আহমেদ সুমন ও ফারাহ দিবা, সহযোগী সদস্য আশিকুর রহমান এবং আজীবন সদস্য এনামুল কবিরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং ফটোগ্রাফি শিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতি সৌমিক দাস নতুন সভাপতির সাফল্য কামনা করেন এবং ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এনপ স র সদস য
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত
বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।