‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ হুমকি দেওয়া বিএনপি নেতার নামে থানায় জিডি
Published: 2nd, May 2025 GMT
কুড়িগ্রামের রাজারহাটে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের নামে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক ব্যক্তি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মো. রুবেল মিয়া (২৬) নামের এক ব্যক্তি সাধারণ ডায়রির আবেদন করেন।
পরে ওই ব্যক্তির আবেদনটি সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করা হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
রুবেল মিয়া উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের আবদুল মজিদ ওরফে বাচ্চুর ছেলে। তিনি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক।
প্রাণ নাশের আশঙ্কায় করা সাধারণ ডায়রিতে রুবেল মিয়া উল্লেখ্য করেন, গত ২১ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য উন্মুক্ত ডাকের অনুষ্ঠানে বিএনপির ওই আহবায়ক (আনিছুর রহমান) ডাকে অংশ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ইজারা হাতিয়ে নেন। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান। পরে ওইদিন বিকেলে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, চাকিরপশা ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক জুয়েল রানাসহ দলীয় লোকজন তাঁকে থানা মোড়ে মুকুল ফার্মাসিতে তুলে নিয়ে এসে প্রাণ নাশের হুমকি দেয়। এসময় তারা, ‘তোর কলিজা ছিঁড়ে নেব, চেন আমাক্য, জামায়াতকে একেবারে নিশ্চিহ্ন করে দিব, চেনো বিএনপিকে?’ বলে হুমকি দেয়।
ওই ঘটনার একটি ৫২ সেকেন্ডের ভিডিও গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষর করা এক চিঠিতে আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে ওই বিএনপি নেতাকে শোকজ নোটিশের পর নিরাপত্তার আশঙ্কায় জামায়াতের নেতা রুবেল মিয়া থানায় সাধারণ ডায়রি করেন।
রুবেল মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে থানা মোড়ে আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়থাপ্পড় মারেন, লাঞ্ছিত ও গালিগালাজ করেন। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তা চেয়ে আমি থানায় সাধারণ ডায়রি করেছি।
এ বিষয়ে জানতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তসলিম উদ্দিন বলেন, থানায় সাধারণ ডায়রি হয়েছে। এখন ভুক্তভোগী ব্যক্তি (রুবেল মিয়া) চাইলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সেই অনুযায়ী তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করবো।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
যশোরে ৪ আইনজীবীকে বহিষ্কার
যশোরে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আইনজীবীকে জেলা আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
অভিযুক্ত আইনজীবীরা হলেন- আব্দুর রাজ্জাক, সৈয়দ কবীর হোসেন জনি, রফিকুল ইসলাম এবং তরফদার আব্দুল মুকিত।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ওই চার আইনজীবীর মধ্যে আব্দুর রাজ্জাক এক এনজিওর ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। ওই টাকা ফেরত দিতে তিনি অঙ্গীকার করে ১৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু পরবর্তীতে ওই চেক ডিজ অনার হয় এবং একই সাথে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় মক্কেল আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
অন্যদিকে, সৈয়দ কবীর হোসেন জনি একটি জমি ক্রয় করেন। কিন্তু ওই জমির মালিককে পূর্ণাঙ্গ টাকা না দিয়ে তালবাহানা করেন। শেষমেষ আট লাখ টাকা না দেওয়ায় জমির মালিক আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
এছাড়া, রফিকুল ইসলাম নিজে আইনজীবী হয়েও আরেক আইনজীবী নুরুল ইসলামকে নির্বাহী আদালতে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় নুরুল ইসলাম অভিযোগ দেন। অন্যদিকে, তরফদার আব্দুল মুকিত এক মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে কাজ করেননি। এছাড়া তিনি ওই মক্কেলের কাগজপত্র আটকে রেখে জিম্মি করে রাখেন। বাধ্য হয়ে তিনি মুকিতের বিরুদ্ধে অভিযোগ দেন সমিতিতে।
এসব অভিযোগ জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে তদন্ত করে। একই সাথে চার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
তিনি বলেন, “বৃহস্পতিবার লিখিতভাবে তাদেরকে নোটিশ দিয়ে অবগত করা হবে।”
ঢাকা/রিটন/এস