দিল্লিতে ভারী বৃষ্টি: ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত
Published: 2nd, May 2025 GMT
ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী এক গৃহিণী ও তার তিন শিশুসন্তান। আহত হয়েছেন তার স্বামী অজয়।
শুক্রবার (২ মে) ভোরে গুজরাটের দ্বারকায় খারখারি গ্রামে ঝড়ের সময় কৃষিজমির ওপর একটি টিউবওয়েল ঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাশাপাশি ভারি বৃষ্টির প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। এ পর্যন্ত ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং তিনটি ফ্লাইট গতিপথ পাল্টাতে বাধ্য হয়েছে।
এদিকে ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আরও বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়ে একটি রেড এলার্ট জারি করেছে।
ঢাকা/নাসিম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ