বাড়ি থেকে এক বস্তা ভুট্টার দানা এনে শাহ আলম নামের এক ভুট্টা ব্যবসায়ীর কাছে বিক্রি করেন কৃষক আলী আহম্মদ মোল্লা। কিছুক্ষণ পর ব্যবসায়ী বস্তা খুলে ভুট্টার দানার সঙ্গে একটি সোনার হার, কানের দুল ও হাতের আংটি দেখতে পান। ব্যবসায়ী ভুট্টা বিক্রেতাকে চিনতে না পারায় স্বর্ণালংকারের মালিক খুঁজতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

খবর পেয়ে উপযুক্ত প্রমাণ নিয়ে ব্যবসায়ীর কাছে আসেন ওই কৃষক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ওই কৃষকের হাতে তাঁর স্বর্ণালংকার তুলে দেন ওই ব্যবসায়ী। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কফি হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক আলী আহম্মদ মোল্লার বাড়ি উপজেলার উদ্দমদী গ্রামে। আর ভুট্টা ব্যবসায়ী শাহ আলমের বাড়ি উপজেলার কফি হাউস এলাকায়। কৃষক আলী আহম্মদ মোল্লা বলেন, তাঁর স্ত্রী খুব অসুস্থ। ক্যানসারে আক্রান্ত। অসাবধানতাবশত তিনি তাঁর দেড় ভরি ওজনের সোনার হার, ছয় আনা ওজনের একটি দুল ও দুই আনা ওজনের একটি আংটি ভুট্টার দানাভর্তি বস্তায় রাখেন। বস্তাটি বসতঘরে রাখা ছিল। বিষয়টি তিনি জানতেন না। জরুরি প্রয়োজনে আজ দুপুরে ওই বস্তাভর্তি ভুট্টার দানা কফি হাউস এলাকার ব্যবসায়ী শাহ আলমের কাছে বিক্রি করেন। বাড়ি গিয়ে ফেসবুক খুলে জানতে পারেন, ওই বস্তায় স্বর্ণালংকারগুলো রাখা ছিল। ভুট্টা ব্যবসায়ী প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে চান। এর মধ্যে তাঁর স্ত্রী তাঁকে ভুট্টার বস্তায় স্বর্ণালংকার রাখার কথা জানান। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যবসায়ীর কাছে যান। উপযুক্ত প্রমাণ পাওয়ার পর ওই ব্যবসায়ী তাঁর কাছে এসব স্বর্ণালংকার ফিরিয়ে দেন। ওই ব্যবসায়ীর সততার জন্য তিনি তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভুট্টা ব্যবসায়ী মো.

শাহ আলম বলেন, স্বর্ণালংকারের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি স্বস্তিবোধ করছেন। এতে তাঁর মনও হালকা লাগছে। অন্যের স্বর্ণালংকারের লোভ করেননি। দায়িত্ববোধ থেকেই স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই কৃষককে স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তি। এমদাদ হোসেন খান বলেন, ওই ভুট্টা ব্যবসায়ী কৃষককে তাঁর স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে যে বদান্যতার পরিচয় দিয়েছেন, তা উজ্জ্বল দৃষ্টান্ত। এ জন্য তিনি প্রশংসিত হওয়ার দাবি রাখেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য় স বর ণ ল ক র স বর ণ ল ক র র ব যবস য় র শ হ আলম উপজ ল

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ