দুই-একজন ব্যতিক্রম আছেন বটে; তবে বেশির ভাগ বলিউড তারকার আচরণই যেন অনুমিত। সরকারের সমালোচনা তো দূর, সমসাময়িক বিভিন্ন বিষয়েও তাঁদের সোচ্চার হতে দেখা যায় না। কিছুদিন আগে নিজের সিনেমা মুক্তির আগে অভিনেত্রী বিদ্যা বালান স্বীকার করেছেন, এখন তিনি কথা বলতে ভয় পান। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কে কীভাবে তাঁর মন্তব্য নেন, এটা নিয়ে সংশয় কাজ করে। সম্প্রতি কপিল সিব্বালের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। বলিউড তারকাদের চুপ থাকা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।

জাভেদ আখতার বলছেন, ভারতীয় চলচ্চিত্রজগতের মানুষজন সরকারের সমালোচনা করতে ভয় পান; কারণ, এর জের ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।

জাভেদ আখতার। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুলনা পাওয়ারের নতুন চেয়ারম্যান নির্বাচিত

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করেছেন।

সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্যমতে, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। গত ৩০ এপ্রিল থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব পাস করা হরেছে।

আরো পড়ুন:

পাল্টে গেছে ফারইস্ট নিটিংয়ে নাম

এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬৬.৬৭ শতাংশ

প্রসঙ্গত, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯টি। সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৯.৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১.০৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ