দুই-একজন ব্যতিক্রম আছেন বটে; তবে বেশির ভাগ বলিউড তারকার আচরণই যেন অনুমিত। সরকারের সমালোচনা তো দূর, সমসাময়িক বিভিন্ন বিষয়েও তাঁদের সোচ্চার হতে দেখা যায় না। কিছুদিন আগে নিজের সিনেমা মুক্তির আগে অভিনেত্রী বিদ্যা বালান স্বীকার করেছেন, এখন তিনি কথা বলতে ভয় পান। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কে কীভাবে তাঁর মন্তব্য নেন, এটা নিয়ে সংশয় কাজ করে। সম্প্রতি কপিল সিব্বালের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। বলিউড তারকাদের চুপ থাকা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।

জাভেদ আখতার বলছেন, ভারতীয় চলচ্চিত্রজগতের মানুষজন সরকারের সমালোচনা করতে ভয় পান; কারণ, এর জের ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।

জাভেদ আখতার। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ