তুরস্কে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় থাকবেন না পুতিন
Published: 15th, May 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান সত্ত্বেও দেশটিতে চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে। খভর-বিবিসি
এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। পুতিন উপস্থিত থাকার শর্তে ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার কথা বলেছিলেন তিনি।
জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসছেন আমি তা দেখার অপেক্ষায় আছি। তারপর ইউক্রেনের পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে গণমাধ্যমে আসা বার্তা সন্তোষজনক নয়। বুধবার রাতে ভিডিও ভাষণে তিনি এসব কথা বলেন।
পুতিন এবং জেলেনস্কির মধ্যে সবশেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। আর ২০২২ সালের মার্চে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কিছুদিন পর ইস্তানবুলে শেষবার সরাসরি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। তখন থেকেই ইউক্রেনে যুদ্ধ চলছে। গত এক বছরে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে ইউক্রেনের ভূখণ্ডে, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে।
কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই রোববার তুরস্কের বৃহত্তম শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানান পুতিন। এরপরই জেলেনস্কি জানান, তিনি নিজে সেখানে যাবেন এবং রাশিয়ার প্রেসিডেন্টেও সেখানে যাবেন বলে প্রত্যাশা করছেন। শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। তারপরই পুতিন এই প্রস্তাব দেয়। রোববার ট্রাম্প ইউক্রেনকে প্রস্তাব গ্রহণের আহ্বান জানানোর পর জেলেনস্কি নিজে সেখানে যাবার কথা জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন র ত রস ক
এছাড়াও পড়ুন:
গুরুতর দুই যৌন অপরাধ থেকে রেহাই পেলেন মার্কিন র্যাপার
প্রভাবশালী মার্কিন র্যাপার ও সংগীত প্রযোজক শন ‘ডিডি’ কম্বস যৌনকর্মী পাচার ও যৌনকর্মীদের চক্র চালানোর মতো ভয়াবহ অভিযোগ থেকে মুক্তি পেলেও আপাতত কারাগার থেকে তাঁর মুক্তি মিলছে না। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে যৌন ব্যবসা–সংক্রান্ত দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার প্রতিটির সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড।
গতকাল বুধবার (স্থানীয় সময়) নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল কোর্টে বিচারক অরুণ সুব্রহ্মণ্যম বলেন, ‘এ মামলায় সরকারপক্ষ পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করেছে যে অভিযুক্ত সহিংস আচরণে জড়িত ছিলেন। সে কারণে তাঁকে এখনই মুক্ত করা হচ্ছে না।’
সাত সপ্তাহব্যাপী বিচার চলাকালে আলোচনার কেন্দ্রে ছিল র্যাপারের দুই সাবেক প্রেমিকার জবানবন্দি—যাঁরা অভিযোগ করেন, ডিডি তাঁদের হোটেলকক্ষে একাধিকবার মাদকাসক্ত অবস্থায় দিনের পর দিন চলা যৌনাচারে বাধ্য করতেন। সেই সময় সেখানে পুরুষ যৌনকর্মীরাও উপস্থিত থাকতেন, আর ডিডি নিজে তা দেখতেন, কখনো কখনো ভিডিও করতেন বলেও অভিযোগ ওঠে।
শন কম্বস। এএফপি