গর্ভকালীন আল্ট্রাসাউন্ডের ব্যবহার নিয়ে রাজধানীতে সেমিনার
Published: 17th, May 2025 GMT
রাজধানীতে ‘ইউজ অব আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট এওয়ার্ডিং প্রোগ্রাম’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে ঢাকাস্থ ক্যাম্পাসে চতুর্থবারের মতো এ আয়োজন করে ‘আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)’। সেমিনারে ২০২৪ সেশনে ইউরাইব থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ১৬০ জন চিকিৎসককে সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে বারাক পিআরপি মেডিকেল সেন্টারের সহকারী সার্জন, মগবাজারের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার ডা.
ইউরাবের কোর্স কো-অর্ডিনেটর ডা. রুবিনা সুলতানা বলেন, ইউরাইব যেভাবে ইন্টারন্যাশনাল প্রটোকল অনুযায়ী ছাত্রছাত্রীদের সত্যিকারের রোগীদের ওপরে আল্ট্রাসনোগ্রাম শেখায় তা সত্যিই প্রসংশনীয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ.আর.ডি.এম.এস. লাইসেন্স এক্সাম প্রস্তুতির কোর্স ইউরাইব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। এখন পর্যন্ত শতভাগ পাশের রেকর্ড ধরে রেখেছে। আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম অনুসরণে সঠিক প্রোটোকল মেনে আল্ট্রাসনোগ্রাম শেখানোর বিষযটিতে ইউরাইব আরও গুরুত্ব দিবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউরাইব আল্ট্রাসনোগ্রামের ১ বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (ডি.এম. ইউ), অ্যাডভান্সড ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (এ. ডি.এম. এস.) কোর্স, ৩ মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সি.এম. ইউ), অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার, গাইনী অ্যান্ড অবস, মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড, টি. ভি. এস. থাইরয়েড অ্যান্ড ব্রেস্ট আল্ট্রাসাউন্ড এর মতো বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ.আর.ডি.এম.এস. লাইসেন্স এক্সাম প্রিপারেশন কোর্সও পরিচালনা করে আসছে। ২০২০ থেকে এখন পর্যন্ত ইউরাব থেকে প্রায় ১১০০ ডাক্তার এসব কোর্স সম্পন্ন করেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।