শ্রমিকের পাওনা পরিশোধ না করলে উপদেষ্টারা বেইমানি করবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
Published: 18th, May 2025 GMT
অতিসত্বর শ্রমিকের পাওনা পরিশোধ করতে না পারলে উপদেষ্টারা তাঁদের শপথের সঙ্গে বেইমানি করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শ্রমিকের রক্তের ওপর দিয়ে তাঁরা উপদেষ্টা হয়েছেন।
আজ রোববার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনার দাবিতে অবস্থান নেওয়া টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন।
বেতন–বোনাসের দাবিতে দীর্ঘদিন শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় এসেছিল, তাদের দাবি পূরণ হয়েছে। অথচ শ্রমিক ভাইয়েরা এখানে দুই মাস রাজপথে বসে আছে, সরকারের কোনো মহলের তাদের দিকে তাকানোর সুযোগ নেই।’ তিনি বলেন, ‘এ কেমন রাষ্ট্র? এই রাষ্ট্র তো আমরা চাই না। শ্রমিকেরা রাস্তায় বসে থাকবে আর মালিকপক্ষ খিলখিলিয়ে হেসে শ্রম মন্ত্রণালয়ে মিটিং করে বেড়াবে।’
শ্রমিকদের উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘সংবিধানে আপনার কোনো ন্যায্য মজুরির কথা নেই। আপনাদের সন্তান কেমন পড়াশোনা করবে, সেটার কথা নেই। আপনাদের কোনো অধিকারের কথা নেই। এই সংবিধান যদি না পাল্টাতে পারেন তাহলে যত দিন আপনি বেঁচে থাকবেন, আপনার সন্তানের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই।’
শ্রমিকনেতা মো.
এই শ্রমিক আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘গত রোববার (১১ মে) থেকে আমরা টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কারও কোনো মাথাব্যথা নেই। এবার আর সরকারকে ঘোষণা দিয়ে কর্মসূচি ঘোষণা হবে না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
১১ মে থেকে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করে আসছেনউৎস: Prothomalo
কীওয়ার্ড: ট এনজ ড গ র প র
এছাড়াও পড়ুন:
আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য আজ সোমবার (১৯ মে) শুরু হচ্ছে দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক উৎসব ‘অ্যাস্ট্রোফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করেছে।
আজ বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজে উৎসবের কার্যক্রম শুরু হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
উৎসবে রকেট তৈরির কর্মশালা, সেমিনার, পাপেট শো, টেলিস্কোপে আকাশ দেখা ও বিজ্ঞান-বিষয়ক পোস্টার প্রদর্শনী থাকবে। পোস্টার প্রদর্শনীটি চলবে ২১ মে পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আলফ্রেড খোকন এবং জ্যোতির্বিজ্ঞান সংগঠক মশহুরুল আমিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।