ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান ইউরোপের চার নেতা
Published: 18th, May 2025 GMT
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ডের নেতারা সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের আগেই তারা এটি করতে চান।
রবিবার সাংবাদিকদের কাছে মার্জ জানান, ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও দীর্ঘসময় কথা বলেছেন।
মার্জ বলেন, “আমি মার্কো রুবিওর সাথে কথা বলেছি, আগামীকাল ফোনালাপের বিষয়েও। আমরা একমত হয়েছি যে (পুতিনের সাথে) এই কথোপকথনের প্রস্তুতির জন্য আমরা চার রাষ্ট্রীয় নেতা মার্কিন রাষ্ট্রপতির সাথে আবার কথা বলব।”
চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের “রক্তপাত” বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য তিনি পুতিন এবং জেলেনস্কির সাথে কথা বলার পরিকল্পনা করেছেন।
মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান সংবাদ সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে কথোপকথনের প্রস্তুতি চলছে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছিল। এই বৈঠকে পুতিনের উপস্থিতি দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে পুতিন সেখানে হাজির না হয়ে রুশ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। এর পরেই ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা