অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন?...ছেড়ে দিলে আবার আপনি কিন্তু...বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন...।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে আজ সোমবার বেলা সোয়া ১১টার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

আরও পড়ুননুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার১৮ মে ২০২৫

সচিবালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এক সাংবাদিক বলেন, গতকাল বিমানবন্দর থেকে এক চিত্রনায়িকা গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এটার (গ্রেপ্তার) সমালোচনা করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চান সাংবাদিক।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কী করেছেন, তা তিনি জানেন না। এটা যাঁর যাঁর ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা আরেক প্রশ্নে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের যারা অপরাধী, তাদের বিচার অবশ্যই হবে। এই বিচার করাটা এই সরকারের ম্যান্ডেট। দেশের মানুষ এ বিষয়ে সরকারকে সমর্থন করে। কিন্তু এর বাইরে গিয়ে যদি কোনো মানুষ ভোগান্তি মনে করে.

..।

আরও পড়ুননুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন৪ ঘণ্টা আগে

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এঁদের ক্ষেত্রে তিনি অনেকবার বলছেন, কেউ যেন ভোগান্তির শিকার না হয়। এই জন্য তাঁরা অবশ্যই ব্যবস্থা নেবেন। তাঁরা বলছেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একজন নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই শাস্তি ভোগ যেন না করে। এই ব্যবস্থা তাঁরা অবশ্যই নেবেন।

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তিনি বলতে পারবেন না।

নুসরাত ফারিয়া বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন?...ছেড়ে দিলে আবার আপনি কিন্তু...বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন...।’

আরও পড়ুননুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: মোস্তফা সরয়ার ফারুকী২ ঘণ্টা আগেআরও পড়ুননুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আপন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। উইম্বলডনের তৃতীয় রাউন্ড শুরু আজ থেকে। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল।এজবাস্টন টেস্ট–৩য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট

উইম্বলডন

৩য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

গ্রেনাডা টেস্ট–২য় দিন

ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া
রাত ৮টা, টি স্পোর্টস

ফিফা ক্লাব বিশ্বকাপ

১ম কোয়ার্টার ফাইনাল
ফ্লুমিনেন্স–আল হিলাল
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ