বন্দরে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে ওই কারখানার তুলা ও কাচামাল ভস্মীভুত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার  ২৫ নং ওয়ার্ডের  লক্ষণখোলা এলাকায় এ  অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ও  কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বন্দরের লক্ষণখোলা এলাকার রাসেল রোটর এন্ড স্পিনিং মিল নামে একটি  তুলা ফ্যাক্টরিতে আগুন লাগে। মুহূর্তে আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার দুটি গুদামের একটির সম্পূর্ণ ও অপর গুদামের আংশিক তুলা ভস্মীভূত হয়।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ।

ফায়ার সার্ভিস কর্মীরা কারখানার প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয় । অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে মালিকপক্ষ দাবি করেছেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ