টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপ কর্তৃপক্ষকে আজ এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য যেসব কারখানার মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে, তাঁদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে। উপদেষ্টা অন্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধেরও আহ্বান জানান। অন্যথায় একইভাবে তাঁদের জমি, বাড়ি, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাঁদের সব শ্রমিকের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে বলেও উপদেষ্টা জানান।

উপদেষ্টা আরও বলেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপের মালিকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএর সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট ট এনজ ড

এছাড়াও পড়ুন:

ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

সম্পর্কিত নিবন্ধ