হেরা ফেরি থ্রি: জটিলতা নিয়ে মুখ খুললেন পরিচালক
Published: 21st, May 2025 GMT
সুনীল শেঠি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’। এ সিনেমা ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০০০ সালে। অর্ধযুগের বিরতি ভেঙে নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। এ সিনেমা ফ্যাঞ্চাইজিতে রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অক্ষয়, সুনীল ও পরেশ।
নির্মিত হচ্ছে ‘হেরা ফেরি’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। কয়েক দিন এ সিনেমার কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন পরেশ রাওয়াল। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমা প্রযোজনা করছেন অক্ষয় কুমার। পরেশ রাওয়ালের ঘোষণা আসার পর তার বিরুদ্ধে ২৫ কোটি রুপি লোকসানের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন অক্ষয়। তারপর থেকে নানা ধরনের গুঞ্জন উড়ছে বলিপাড়ায়। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন পরিচালক প্রিয়দর্শন।
বম্বে টাইমসকে প্রিয়দর্শন বলেন, “কী ঘটছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তার চলে যাওয়ার ঘটনা আমার জন্য বড় ধাক্কা। আমি ভীষণ আহত হয়েছি।”
আরো পড়ুন:
কানে পা রেখেই রূপের দ্যুতি ছড়ালেন জাহ্নবী
২৮৭ কোটি টাকা ছাড়িয়ে অজয়ের সিনেমার আয়
পরেশ রাওয়ালের আচরণে আহত হয়েছেন প্রিয়দর্শন। তা জানিয়ে এই পরিচালক বলেন, “আমি সিনেমাটির তৃতীয় কিস্তির কাজ শুরু করেছি। হঠাৎ করেই সে কাজটি ছেড়ে দিল। এ বিষয়ে আমাকে কোনো ব্যাখ্যা দেয়নি। আমি আহত হয়েছি। পরেশ আমার পরিবারের মতো এবং সে আমাকে কোনো ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা না দিয়ে সে বলেছে, ‘আমার সঙ্গে তার কোনো বিরোধ নেই, আমাকে সে সম্মান করে, আমাদের মাঝে সৃজনশীল কোনো মতপার্থক্যও নেই।’ সত্যি বলছি, আমি ভীষণ আহত হয়েছি। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা জানি না।”
গুঞ্জন উড়ছে, পরেশ রাওয়াল সিনেমাটির কাজ ছেড়ে দেওয়ায় তার বিরুদ্ধে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন অক্ষয় কুমার। এ বিষয়টি জানতে চাইলে পরিচালক প্রিয়দর্শন বলেন, “এসব বিষয়ে আমি কিছুই জানি না। আমি চেন্নাইয়ে বসবাস করি। আমি বলিউডের রাজনীতির বিষয়েও বেশি কিছু জানি না।”
বছরের পর বছর ধরে, ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার চিত্রনাট্যে অসংখ্য পরিবর্তন করেছেন সংশ্লিষ্টরা। শুরু থেকেই দর্শকরা চাচ্ছিলেন অক্ষয়, সুনীল, পরেশ রাওয়াল একসঙ্গে পর্দায় আসুক। কিন্তু তাতে নানা জটিলতা দেখা দেয়। সর্বশেষ পরেশ রাওয়ালের এই সিদ্ধান্ত সিনেমাটির ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে দিয়েছে। এ পরিস্থিতিতে পরিচালক ঠিক কীভাবে সিনেমাটির কাজ সামনে এগিয়ে নেবেন তাই এখন দেখার বিষয়!
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ