ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার নবজাতকও। বুধবার ইসরায়েলি হামলায় এক নবজাতকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং এক সপ্তাহ বয়সী শিশু রয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দারাজ পাড়ার জাবালিয়া বাস স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার পূর্ব দিকে অবস্থিত এক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, মায়েন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি বাড়িতে অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল।

খান ইউনিসে এর আগে কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটবর্তী আবাসিক এলাকা আল-কাবিরা শহরে আরো চারজন নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কমপক ষ ইসর য

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এবার ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার এক ব্যবসায়ীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম শাহজাদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসটিএফ তাকে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করে।

এসটিএফ-এর বিবৃতিতে বলা হয়, শাহজাদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত ছিলেন। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন।

আরো পড়ুন:

হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান

ভারতীয় পদক্ষেপে সমস্যা হলে আলোচনা করে সমাধান: বাণিজ্য উপদেষ্টা

এসটিএফের বিবৃতি অনুযায়ী, শাহজাদ গত কয়েক বছরে বহুবার পাকিস্তানে ভ্রমণ করেছেন এবং কসমেটিকস, কাপড়, মসলা ও অন্যান্য সামগ্রী চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই অবৈধ বাণিজ্যকেই তিনি আইএসআই-এর হয়ে গোপন মিশনের আড়াল হিসেবে ব্যবহার করতেন।

এসটিএফ জানায়, শাহজাদ ভারতে অবস্থানরত আইএসআই এজেন্টদের কাছে অর্থ ও ভারতীয় সিমকার্ড সরবরাহ করতেন। এছাড়া, তিনি রামপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে আইএসআইয়ের হয়ে কাজ করার জন্য পাকিস্তানে পাঠাতেন বলেও দাবি করেছে এসটিএফ।

এসটিএফ আরো জানায়, এই লোকদের ভিসার ব্যবস্থা করত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্টরা।

উল্লেখ্য, শাহজাদের গ্রেপ্তারের কয়েকদিন আগেই পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামের একটি ইউটিউব চ্যানেল চালান জৌতি, যার সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখের বেশি। পুলিশের অভিযোগ, জ্যেতি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক পাক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন।

পাকিস্তানি এজেন্টদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভি বলছে, পহেলগাম সন্ত্রাসী হামলার পর গুপ্তচরবৃত্তির ওপর নজরদারি বৃদ্ধির মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনটি রাজ্য থেকে কমপক্ষে আটজনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের মধ্যে কমপক্ষে চারজন হরিয়ানায়, তিনজন পাঞ্জাবে এবং একজন উত্তর প্রদেশে।

জৌতিকে গ্রেপ্তারের পর হরিয়ানা পুলিশ সাংবাদিকদের বলেন, “তরুণ প্রভাবশালীরা শত্রু দেশগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সহজে অর্থ আয়ের জন্য, এই ধরনের প্রভাবশালীরা ভুল পথ বেছে নেন।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন যাঁরা
  • আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস আরা 
  • প্রকৃত মুদি ব্যবসায়ীর লাইসেন্স ছাড়া টিসিবির ডিলার হওয়া যাবে না
  • গাজায় ইসরায়েলি হামলা: মধ্যরাত থেকে নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এবার ব্যবসায়ী গ্রেপ্তার