বন্ধুদের সঙ্গে জয়পুরহাট থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. মাছুম (৪৫)। ভ্রমণ শেষে চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে চড়ে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কে পৌঁছান তাঁরা। এ সময় মাছুমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি লবণবোঝাই ট্রাক। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় নিহত হন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাছুমের পেছনে বসা আরোহী অক্ষত আছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে জয়পুরহাটে ফিরছিলেন তাঁরা। তুলাতুলি এলাকার অদূরে একটি লবণবোঝাই ট্রাক মাছুমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মাছুম ছিটকে পড়েন সড়কের ওপরে। তাঁর বন্ধু ও মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। ট্রাকটি মাছুমকে মাড়িয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাকলিয়া থানার উপপরিদর্শক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, মাছুমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ওই বন্ধু সেখানেই আছেন। বাকি দুজনকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত নাম–ঠিকানা পাওয়া যাবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে গিয়েছিলেন কক্সবাজারে, ফেরার পথে ট্রাকচাপায় মৃত্যু

বন্ধুদের সঙ্গে জয়পুরহাট থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. মাছুম (৪৫)। ভ্রমণ শেষে চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে চড়ে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কে পৌঁছান তাঁরা। এ সময় মাছুমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি লবণবোঝাই ট্রাক। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় নিহত হন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় মাছুমের পেছনে বসা আরোহী অক্ষত আছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে জয়পুরহাটে ফিরছিলেন তাঁরা। তুলাতুলি এলাকার অদূরে একটি লবণবোঝাই ট্রাক মাছুমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মাছুম ছিটকে পড়েন সড়কের ওপরে। তাঁর বন্ধু ও মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। ট্রাকটি মাছুমকে মাড়িয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাকলিয়া থানার উপপরিদর্শক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, মাছুমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ওই বন্ধু সেখানেই আছেন। বাকি দুজনকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত নাম–ঠিকানা পাওয়া যাবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ