বিশাল এক সমুদ্রের গভীরে ছিল এক মৎস্যকন্যার রাজ্য। সেখানকার রাজা ছিলেন খুব দয়ালু ও ভালো মনের। তার ছিল একটি মাত্র রাজকন্যা, যার নাম নেহা। সে ছিল খুব সুন্দরী। সে নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ব করতো। সেও ছিল খুব ভালো মনের। ভালোই কাটছিল তাদের দিন। একদিন এক অক্টোপাসের দল ঢুকে পড়লো রাজ্যে। রাজ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে দিল। সবাই ভয়ে পালাতে লাগলো। অক্টোপাসদের রাজা এসে বললো, ‘এ রাজ্য এখন আমার। তোমরা এখান থেকে চলে যাও।’ রাজ্যের রাজা বললেন, ‘এই রাজ্য আমাদের। এখান থাকে চলে গেলে আমরা কোথায় থাকবো?’
অক্টোপাসদের রাজা বললো, ‘এসব আমরা জানি না?’ নেহা এগিয়ে এসে বললো, ‘তুমি আমাদের এভাবে বের করে দিতে পারো না।’ এ কথা শুনতেই অক্টোপাসের দল তাদের ওপর হামলা শুরু করে দিল। এভাবে শুরু হলো এক বিশাল যুদ্ধ। যুদ্ধে নেহার সাহসিকতার জন্যই তার রাজ্য বিজয় হলো ও অক্টোপাসের দল হেরে গেলো। তারপর নেহা এবং তার রাজ্যের সবাই আনন্দে বসবাস করতে লাগলো।
বয়স : ১+৩+৩+৩ বছর; পঞ্চম শ্রেণি, মণীষা ভবন কে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন নায়িকা
সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার। মণিরত্নম পরিচালিত এ ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা। আর এই দক্ষিণি নায়িকা স্পষ্ট জানিয়েছেন যে এসব সমালোচনায় তাঁর কোনো যায়–আসে না।
৩৮ বছর পর বড় পর্দায় আসতে চলেছেন ‘নায়কন’ ছবির সেই জাদুকরি জুটি কমল হাসান ও মণিরত্নম। ‘থাগ লাইফ’ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান। লেখালেখির কাজে তাঁকে সহায়তা করেছেন মণিরত্নম। ৭০ বছর বয়সী কমল হাসানের সঙ্গে ৪২-এর তৃষার পর্দায় রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘যখন উনি (কমল হাসান) এ ছবির ঘোষণা করেছিলেন, আমি তখনই জানতাম, এমন কিছু হতে চলেছে। আর আমি তখন এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি।’
গতকাল মুম্বাইয়ে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তৃষা ও কমল হাসান। এএনআই