বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের নড়াইলে তার গাড়িবহরে হামলা, ভাঙচুরের পাঁচ দিন পর মামলা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাতে কালিয়া উপজেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেন।

এ মামলায় কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সহ-সভাপতি নওশের বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু শেখসহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

অভয়নগরে কৃষক দল নেতাকে হত্যার পর ২০ বাড়িতে আগুন

দৌলতপুরে পরীক্ষা দিতে এসে হামলার শিকার ২ শিক্ষার্থী

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গত ১৮ মে দুপুরে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বিকালে তাকে স্বাগত জানাতে কালিয়া উপজেলা বিএনপি, নড়াগাতি থানা বিএনপি ও কালিয়া পৌর বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাপাইল ব্রিজ ঘাট এলাকায় অবস্থান করে। আব্দুল লতিফ সম্রাটকে স্বাগত জানিয়ে কয়েকটি প্রাইভেট ও শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা নড়াগাতি থানার যোগানিয়া বাস স্ট্রান্ডে পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাসের নেতৃত্বে তার নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরসহ ৪০টি মোটরসাকেইল ভাঙচুর করা হয়।

অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস বলেন, ‘‘আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। কে বা কারা এই হামলা করেছে আমার জানা নেই। আমার লোকজনের এখানে সংশ্লিষ্টতা নেই। কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে থাকে সেটা মিথ্যা মামলা।’’

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বিএনপি নেতার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/শরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র গ ড় বহর ব এনপ র স র রহম ন ত কর ম উপজ ল

এছাড়াও পড়ুন:

ভাইব্রেন্ট এখন বসুন্ধরা সিটিতে

গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এখন ঢাকার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র বসুন্ধরা সিটিতে। শনিবার বসুন্ধরা সিটির ৭ম তলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারটি উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার শেখ তানভীর তাপস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস্ মোঃ কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। 

নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে আগামী ২৬ মে পর্যন্ত যে কোনো পণ্যে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। 

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ