ইউক্রেনে আবারো ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার
Published: 25th, May 2025 GMT
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে আবারো ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। আজ রবিবার ভোরে চালানো এই হামলায় রাজধানীতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন, আশেপাশের শহরগুলোতে ৩ জন নিহত হয়েছেন। হামলায় আবাসিক ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজন নিহত হয়েছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ ও পশ্চিমে টেরনোপিলসহ একাধিক আঞ্চলিক শহরে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।
আরো পড়ুন:
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
রাশিয়া-ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে: ট্রাম্প
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, রাজধানীতে ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলের ঠিক বাইরে হলোসিভস্কি জেলায় একটি পাঁচ তলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়, এতে ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যান্য জেলাগুলোতে একাধিক আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গতকাল শনিবার ভোরে রাশিয়া কিয়েভে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা তিন বছরের যুদ্ধের ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে বড় সম্মিলিত বিমান হামলাগুলোর মধ্যে একটি। শনিবারের হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ১৫ জন আহত হন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট আজ রবিবার ভোরে চার ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত বা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “রাজধানীকে লক্ষ্য করেও ড্রোন চালিয়েছে ইউক্রেন। মস্কোতে পৌঁছানোর আগেই ১২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন ত হয় ছ
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড