চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। আজ রোববার সকাল ১০টায় বন্দর ভবনের ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে ‘এনসিটি বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে’, ‘ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা চাই না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন নেতা–কর্মীরা। কর্মসূচির শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.

হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।

বক্তরা বলেন, নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না। বক্তরা টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার নেতা–কর্মীরা অংশ নেন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনা, শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে শহরের লালবাগ এলাকার মৃত মহসিন আলীর ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য মুনতাসির মাহমুদ মিলন (৪৮), একই এলাকার মাহফুজুর রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন রাফি (৩৮), রামনগর এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোকছেদুর রহমান শাহজাদা (৪৬), একই এলাকার মৃত মোস্তফা হোসেনের ছেলে ১নং ওয়ার্ডের সহসভাপতি আনোয়ার হোসেন (৫০), ঘাসিপাড়া এলাকার মৃত সামিজুল ইসলামের ছেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম (৫৪), চেহেলগাজী ইউনিয়নের রফিক হাসানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকি হাসান (২১), একই ইউনিয়নের মহাদেবপুরের মৃত মহিউদ্দিনের ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক সাদিকুল ইসলাম, একই ইউনিয়নের সাদিপুরের আছির উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫৩), সুইহারী এলাকার মৃত মোবারক আলীর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজগার আলী (৫৫), শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের ইদ্রিস আলীর ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহিনুর ইসলাম (৪০),
ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের করনিজ দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দিলজার রহমান (৪৮), বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহসম্পাদক জাকিরুল ইসলাম, ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মন্ডল, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান অন্যতম। 

সম্পর্কিত নিবন্ধ

  • দিনাজপুরে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার