নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিকদের উত্থাপিত সাত দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধান করেছেন হোসিয়ারি সমিতি। রোববার (২৫ মে) সাত দফা নিয়ে হোসিয়ারি সমিতি ও হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের আলোচনা শেষে চুক্তি স্বাক্ষর করা হয়। 

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু ও নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ভুঁইয়া দু'পক্ষে প্রতিনিধিত্ব করেন।

এ সময় উভয় পক্ষের সম্মতিতেই দাবিগুলো নিষ্পত্তি করেন হোসিয়ারি সমিতির নেতারা। শ্রমিকদের দাবির ভিত্তিতে ১৮ থেকে ৩০ সাইজ পর্যন্ত ১৫ শতাংশ, ৩১ থেকে ৩৬ সাইজে ১৫ শতাংশ  এবং ৩৮ থেকে ৪২ সাইজ ৯ শতাংশ মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন মালিক ও শ্রমিক নেতারা। 

এসময় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আজকের সভায় আমাদের শ্রমিকদের দাবী সমাধান হয়েছে। মালিক শ্রমিক দুই পক্ষের সমঝোতায় এটার সমাধান হয়েছে।

এজন্য শ্রমিক নেতাদের আমি ধন্যবাদ জানাই। প্রতি দুই বছর পরপর শ্রমিকদের দাবী নিয়ে আলোচনা হয়। আমরা এটা সমাধান করতে পেরেছি। এজন্য আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। 

এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক,পরিচালক মিজানুর রহমান মিজান,পরিচালক হাজীশাহিন,পরিচালক পারভেজ মল্লিক,পরিচালক আলহাজ্ব মনির হোসেন, পরিচালক বিল্লাল হোসেন,পরিচালক মোঃ মাসুদুর রহমান, পরিচালক বাবু বৈদ্যনাথ পোদ্দার,  পরিচালক মোঃ নাছির শেখ,পরিচালক আবদুস সোবহান তালুকদার,পরিচালক নাছিম আহম্মেদ ।

নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রমজান, শফিকুল ইসলাম, হোসিয়ারি সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আব্দুর গনি মিয়া, সাংগঠনিক সম্পাদক আর এ জমজম মোল্লা ও দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা যেভাবে নানা প্রতিকূলতা সত্ত্বেও মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা সত্যিই প্রশংসনীয়। তোমাদের নিষ্ঠা ও প্রচেষ্টাই হবে আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। আমরা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আচরণ গঠনের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দায়িত্ব আমাদের শিক্ষকদের। তোমরা যে আদর্শে বড় হচ্ছো, ভবিষ্যতে সেই আদর্শই সমাজে ছড়িয়ে পড়বে। তাই শিক্ষকদের উচিত আদর্শ দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মত জাহানারা খানম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ সার্কেল দেবযানী কর, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছবি রানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল সু, ক্রীড়া সামগ্রী এবং একটি করে গাছের চারা তুলে দেন। পরে তিনি নিজ হাতে বিদ্যালয় মাঠে একটি সফেদার চারা রোপণ করেন, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের প্রতি উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভেড়ামারায় স্বেচ্ছা‌সেবক দল নেতার বা‌ড়ি‌তে আগুন, কক‌টেল বি‌স্ফোরণ
  • নৃশংস হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে-ক্যাম্পাসে বিক্ষোভ
  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার