সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে আজ সোমবার সচিবালয়ে বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

বিক্ষোভ নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো.

বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

এদিকে দাবি পূরণ না হলে আজ সোমবার সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে দু’দিন ধরে এই আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। 

এদিকে আন্দোলনের মধ্যে গতকাল সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেটের বিজ্ঞপ্তি জারি করে সরকার। এতে বলা হয়েছে, ‘ইহা অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৭ এরপর নিম্নরূপ নূতন ধারা ৩৭ক সন্নিবেশিত হবে।’ এ ছাড়া সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান যুক্ত করা হয়েছে।

এই বিশেষ বিধানে চার ধরনের অপরাধ ও তিন ধরনের শাস্তির কথা বলা আছে। অপরাধগুলো হলো– সরকারি কর্মচারী এমন কোনো কাজ করতে পারবেন না, যাতে অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য তৈরি হয় বা শৃঙ্খলা ব্যাহত হয় বা কাজে বাধার সৃষ্টি হয়; অন্যদের সঙ্গে সংঘবদ্ধভাবে বা আলাদাভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া কাজে অনুপস্থিত থাকেন বা কর্তব্য কাজে ব্যর্থ হন; অন্য কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে, বিরত থাকতে বা কর্তব্য পালন না করতে উসকানি দেওয়া এবং  যে কোনো কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে বা কাজ না করতে প্ররোচিত করা।

বিশেষ এই বিধানে এসব অপরাধের তিন ধরনের শাস্তি দেওয়া যাবে– বরখাস্ত, অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমানো।

এদিকে আন্দোলনের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য এ-সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ক ষ ভ সম ব শ সরক র চ কর কর মকর ত সরক র

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯টি ভাষা কোর্স, যোগ্যতা লাগবে এইচএসসি পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজে ২০২৪-২৫ (জুলাই-ডিসেম্বর) শিক্ষাবর্ষে নিচের ৯টি ভাষা কোর্সে পুনঃভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স। ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে, জমার শেষ তারিখ ৩১ জুলাই।

৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স—

১. সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ (লেভেল-১, লেভেল-২)

২.সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ (লেভেল-১, লেভেল-২)

৩. সার্টিফিকেট কোর্স ইন জার্মান (লেভেল-১, লেভেল-২)

৪.সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ (লেভেল-১, লেভেল-২)

৫. সার্টিফিকেট কোর্স ইন চায়নিজ (লেভেল-১, লেভেল-২)

৬. সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান (লেভেল-১, লেভেল-২)

৭. সার্টিফিকেট কোর্স ইন অ্যারাবিক (লেভেল-১, লেভেল-২)

৮ .ইংলিশ ফর নার্সেস

৯. ইনসেনটিভ বাংলা।

ভর্তির যোগ্যতা—

এইচএসসি বা সমমান পাস।

ভর্তির প্রক্রিয়া—

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংক থেকে ভর্তি ফরম ডাউনলোড ভর্তির ফিস জমা দিতে হবে। ক্লাস শুরুর সময় সব কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. ভর্তির আবেদন জমার শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫।

২.ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ১ আগস্ট ২০২৫ থেকে।

২. ভর্তির স্থান: ২৩৩ নম্বর কক্ষ ২য় তলা, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজে, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাসটেইনেবিলিটি সামিট
  • একঝলক (১২ জুলাই ২০২৫)
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রস্তাব, অনুদান তিন লাখ টাকা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৯টি ভাষা কোর্স, যোগ্যতা লাগবে এইচএসসি পাস
  • পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট
  • আজ টিভিতে যা দেখবেন (১২ জুলাই ২০২৫)
  • তিব্বত, ভূগোল ও সংস্কৃতির বিস্ময়
  • থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’
  • থিম্পুতে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প’
  • আজ টিভিতে যা দেখবেন (১০ জুলাই ২০২৫)