গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের ১৮ জনই শিশু
Published: 26th, May 2025 GMT
ফিলিস্তিনের উত্তর গাজায় একটি স্কুলে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অসহায় ফিলিস্তিনিরা। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই শিশু। এ প্রাণহানির পর কোনো প্রমাণ হাজির না করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ওই স্কুলে ‘সন্ত্রাসীরা’ অবস্থান করছিল।
গাজা নগরীর ওই স্কুলের নাম ফাহমি আল–জারজাউই স্কুল। আজ সোমবার হামলায় স্কুলটির প্রায় অর্ধেক ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৮টি শিশু রয়েছে। এ হামলা স্পষ্টভাবে ‘জাতিগত নিধন ও গণহত্যার’ অংশ। গাজায় প্রায় ৬০০ দিন ধরে এমন অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
স্কুলে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, গাজায় মানুষের আশ্রয়শিবিরগুলোয় ‘ইচ্ছাকৃতভাবে ও পদ্ধতিগতভাবে’ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এটি সব আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে সর্বোচ্চসংখ্যক বেসামরিক মানুষ হত্যার একটি ‘নগ্ন অপচেষ্টা’।
স্কুলটিতে হামলার জন্য বরাবরই মতোই পুরোনো অজুহাত দেখিয়েছে ইসরায়েল। কোনো প্রমাণ না দিয়ে তারা বলেছে, স্কুলটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা অবস্থান করছিলেন। ইসরায়েলের বেসামরিক লোকজন ও সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর জন্য সেখানে সন্ত্রাসীরা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিকল্পনা করছিল।
আরও পড়ুনগাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কঙ্কালসার শিশু সিওয়ার৮ ঘণ্টা আগে২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এ হামলার অন্যতম বড় লক্ষ্যে পরিণত হয়েছে স্কুল ও হাসপাতালগুলো। এর আগে গত বছরের আগস্টে গাজা নগরীর আল–তাবিন স্কুলে ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এ হামলায় ফজরের নামাজ আদায় করতে স্কুলটিতে জড়ো হওয়া শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
এদিকে আজ সকালে উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি পরিবারের বাড়িতে হামলা চালানো হলে আরও ১৯ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ইসরায়েলের হামলায় অন্তত ৫৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে ৫৩ হাজার ৯৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি।
আরও পড়ুন১০ সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক মা, সেখানেই এল ৭ জনের মরদেহ১৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে
ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন
গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।
ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।
একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)
পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।
অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণকাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।
কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।
রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।
ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।
আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণকাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।
কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।
পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।
হাতে কাপড় ধোওয়ার সময়ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ
মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ
বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ
কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ীসিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)
সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)
খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।
দাগ দূর করার টিপসকোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।
পরে পানিতে ভিজিয়ে নিন।
এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।
পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবেকাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।
কাপড় হবে নরম ও আরামদায়ক।
লন্ড্রি পড ব্যবহার করলেছোট লোড: ১ পড
মাঝারি লোড: ২ পড
বড় লোড: ৩ পড
সূত্র: গুড হাউসকিপিং
আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে