রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ভবনে লিফট দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ভবনটি ১৭ তলা। যান্ত্রিক ত্রুটির কারণে একটি লিফট হঠাৎ দোতলা থেকে নিচের দিকে নেমে গিয়ে নিচতলার ফ্লোরে ধাক্কা খায়। পরে লিফটি একেবারে ১৫ তলায় উঠে যায়।

নাজমুল জান্নাত শাহ আরও বলেন, লিফটের ভেতরে থাকা পাঁচজন আহত হয়েছেন। তাঁদের রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দৈনিক বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের কার্যালয়ও রয়েছে এই ভবনে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ