সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে। মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকার কথা বাংলাদেশ দলের। তবে টাইগার কোচ ফিল সিমন্স এই সময়টাকেই বলছেন নিজেদের সেরা ক্রিকেট উপহার দেয়ার সেরা সময়।

সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য সেরা সময় এটিই। আমরা সিরিজ জিততে এসেছি। পাকিস্তান যেকোনো সময়েই ভয়ঙ্কর দল। সহজভাবে নেয়া যাবে না। তারা যেকোনো দিন ভালো খেলতে পারে।’ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে চোট পান মুস্তাফিজুর রহমান। আঙুলের সেই চোটে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যান এই টাইগার পেসার। তার জায়গায় দলে ঢুকেছেন খালেদ আহমেদ। ফিজকে নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘হ্যা, মোস্তাফিজ এখন সিনিয়র। আপনি আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। সে আইপিএলে কীভাবে বল করেছে আমরা দেখেছি। আমরা তাকে মিস করব। তবে এটি অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’ 

তাসকিন আর মুস্তাফিজ না থাকায় কিছুটা ভারসাম্য নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনটা দাবি করে এই ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি মনে করি, এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুজন সিনিয়র বোলার না থাকায় হয়তো পুরোপুরি ভারসাম্যটা নেই।’

২৮শে মে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০শে মে এবং শেষটি ১লা জুন। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ