বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও খুলনা নগরীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা তেল ডিপো সড়কে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া শটগানের ছররা গুলি ফরহাদের কান ও ঘাড়ে, তার গাড়িচালক মনিরুল ইসলামের বাম হাতে এবং সহযোগী সোহেল রানার পিঠে বিদ্ধ হয়। তবে তারা আশংকামুক্ত। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফরহাদ ব্যক্তিগত গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তেলের ব্যারেল নিয়ে আসা একটি পিকআপ তার গাড়ির গতিরোধ করে। এছাড়া মোটরসাইকেলে করেও কয়েকজন আসে। এরপর তারা ফরহাদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। কয়েকটি গুলি গাড়ির কাঁচ ভেদ করে তাদের গায়ে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবুল বাশার মো.

আতিকুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি ছররা গুলি শরীরে লাগলেও তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফরহ দ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ