জিয়াউর রহমানকে আত্মপরিচয়ের বাহক বললেন ইবি উপাচার্য
Published: 28th, May 2025 GMT
শহীদ জিয়াউর রহমান আত্মপরিচয়ের বাহক হিসেবে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেছেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের আত্মপরিচয়ের বাহক। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিচয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। তিনি এক ক্রান্তিকালে দেশের ক্ষমতা নিয়েছিলেন। ক্ষমতা নিয়েই তিনি মানুষের জীবন উন্নয়নে সবুজবাদ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন।”
বুধবার (২৮ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
ছুটিতে হল খোলা রাখার দাবি ইবি শিক্ষার্থীদের
অভ্যুত্থানবিরোধীদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে ইবি উপাচার্য বরাবর স্মারকলিপি
তিনি বলেন, “দেশের উন্নয়নে নিজে মাটি কেটেছেন। বিভিন্নভাবে সাধারণ মানুষকে উজ্জীবিত করতে কাজ করেছেন। তিনি মানুষের মনের ও বিবেকের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রসংস্কারক নেতা।”
তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চিন্তায় এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার সেই চিন্তার বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তার দর্শন ছিল সময়ের আগে চিন্তা করা। এখন দেশের মানুষ উন্নয়নের জন্য যে চিন্তা করছে, তা তিনি অনেক আগেই করেছিলেন।”
উপাচার্য বলেন, “রাজনীতি হবে মানুষের জন্য। মানুষের হৃদয়ে পৌঁছে যেতে হবে। সেটাই করেছিলেন জিয়াউর রহমান। আমরা তার আদর্শকে ধারণ করব, দুর্নীতি মুক্ত ও কর্তব্য পরায়ণ হব। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
অনুষ্ঠানে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড.
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, পরিক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল প্রমুখ।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য র রহম ন
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড