জিয়াউর রহমানকে আত্মপরিচয়ের বাহক বললেন ইবি উপাচার্য
Published: 28th, May 2025 GMT
শহীদ জিয়াউর রহমান আত্মপরিচয়ের বাহক হিসেবে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেছেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের আত্মপরিচয়ের বাহক। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিচয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। তিনি এক ক্রান্তিকালে দেশের ক্ষমতা নিয়েছিলেন। ক্ষমতা নিয়েই তিনি মানুষের জীবন উন্নয়নে সবুজবাদ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন।”
বুধবার (২৮ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
ছুটিতে হল খোলা রাখার দাবি ইবি শিক্ষার্থীদের
অভ্যুত্থানবিরোধীদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে ইবি উপাচার্য বরাবর স্মারকলিপি
তিনি বলেন, “দেশের উন্নয়নে নিজে মাটি কেটেছেন। বিভিন্নভাবে সাধারণ মানুষকে উজ্জীবিত করতে কাজ করেছেন। তিনি মানুষের মনের ও বিবেকের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রসংস্কারক নেতা।”
তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চিন্তায় এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার সেই চিন্তার বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তার দর্শন ছিল সময়ের আগে চিন্তা করা। এখন দেশের মানুষ উন্নয়নের জন্য যে চিন্তা করছে, তা তিনি অনেক আগেই করেছিলেন।”
উপাচার্য বলেন, “রাজনীতি হবে মানুষের জন্য। মানুষের হৃদয়ে পৌঁছে যেতে হবে। সেটাই করেছিলেন জিয়াউর রহমান। আমরা তার আদর্শকে ধারণ করব, দুর্নীতি মুক্ত ও কর্তব্য পরায়ণ হব। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
অনুষ্ঠানে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড.
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, পরিক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল প্রমুখ।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য র রহম ন
এছাড়াও পড়ুন:
নির্বাচন প্রলম্বিত করতে মন খারাপের নাটক করেছে সরকার: ববি হাজ্জাজ
অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রলম্বিত করতে মন খারাপের নাটক করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কীভাবে সরকারের মুখপাত্র হয়? আবার অন্তর্বর্তী সরকার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে। এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করেছে। আমরা এর অবসান চাই।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনডিএমের আগামী অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা তুলে ধরতে এই আয়োজন করা হয়।
এনসিপি নেতাকর্মীর সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, তারা বলছেন, নির্বাচিত সরকার এলে বিচার করবে না। মানে নির্বাচিত সরকারের প্রতি কোনো আস্থা নেই। নির্বাচিত সরকারের প্রতি যাদের আস্থা নেই, তাদের জনগণের হয়ে কথা বলার অধিকার নেই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন। তখন তারা বলবেন, আমরা চুপ করে শুনব।
এর আগে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে বলেন, আমরা চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই সরকার এমন এক বাজেট প্রস্তাব করবে যা পরবর্তী নির্বাচিত সরকার মেয়াদের বাকি অংশে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে। আমরা চাই, বাজেটের জন্য জনগণ না হয়ে, জনগণের জন্য যেন বাজেট হয়।
এনডিএমের মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলের উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুকুজ্জামান চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাইদুল আজম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ প্রমুখ।