হংকংয়ের অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত-অনুরাগী। সিনেমায় কুংফুর কেরামতি দেখিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। ছয় দশক ধরে অভিনয় করেন এই অভিনেতা। সিনেমার দৃশ্য বাস্তবসম্মত করতে জ্যাকি নিজেই নিজের স্টান্ট করেন। ‘পুলিশ স্টোরি’, ‘ড্রাগন ব্লাড’, ‘কুংফু ইয়োগা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। একদিকে যেমন পেয়েছেন তারকা খ্যাতি অন্যদিকে অনেক সম্পদের মালিকও তিনি। 

সম্পদের বিষয়ে রয়েছে তার আলাদা দর্শন। নিজের টাকা শুধুমাত্র সন্তানের সব জমিয়ে না রেখে অনেক বড় একটা অংশ দান করেছেন জ্যাকি। ২০২১ সালে চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকি চ্যান বলেন, ‘‘আমার সন্তানের যদি সামর্থ থাকে তাহলে সে উপার্জন করে নেবে। আর যদি সামর্থ না থাকে তাহলে সে তো আমার টাকা খরচ করে ফেলবে।’’ 

জ্যাকি চ্যানের ইচ্ছা তার দানকৃত টাকা দুর্যোগ, ত্রাণ ও শিক্ষার মতো কাজে ব্যবহৃত হোক। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শিক্ষার জন্য আরও টাকা দানের পরিকল্পনা করেছেন তিনি।

আরো পড়ুন:

অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের

আজ হুমায়ুন ফরীদির জন্মদিন

জ্যাকি চ্যানের  একমাত্র ছেলের নাম জ্যাসি চ্যান। এই মুহূর্তে ৪৩ বছর বয়স তার। বাবার মতো তিনিও যুক্ত ফিল্মি দুনিয়ায়। গায়ক, অভিনেতা ও পরিচালক জ্যাসি। তবে জনপ্রিয়তায় বাবার চেয়ে অনেক পিছিয়ে।

১৯৮২ সালে বিয়ে জ্যাকি চ্যান বিয়ে করেন জন লিনকে। জন লিনও একজন  অভিনেত্রী এবং সংগীতশিল্পী। ২০১৪ সালে এই দম্পতির একমাত্র সন্তান জেসিকে মাদক গ্রহণের দায়ে অ্যারেস্ট করে স্থানীয় পুলিশ। জ্যাকি চ্যান এই ঘটনার পরে মুষরে পড়েন। এবং তিনি মনে করেন সন্তানকে ভালোভাবে বড় করতে পারেননি তিনি। এরপরে তিনি সন্তানকে সময় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।জেল থেকে মুক্তি পাওয়ার পর, জেসি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে তার বাবা জ্যাকি চ্যান তার চুল কেটে দিচ্ছেন। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ