ফারুককে অপসারণ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
Published: 31st, May 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ৮ জন পরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল—বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতা এবং সাবেক প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া নিয়ে বোর্ডে যথাযথ পরামর্শ না করা।
এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন হাথুরুসিংহে নিজেই। লঙ্কান এই কোচ নিজের লিংকডইন প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন শেয়ার করেন। ওই প্রতিবেদনে ফারুক আহমেদের অপসারণের পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার একটি ছিল হাথুরুসিংহেকে বরখাস্তের প্রক্রিয়া।
পোস্টে হাথুরুসিংহে লেখেন, ‘ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আমার চলে যাওয়া এখন আরও বড় ঘটনার অংশ। আমি সাধারণত আমার কাজকেই আমার হয়ে কথা বলতে দিই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনায় আবারও আলোচনায় চলে এসেছি। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি সভাপতির অপসারণের পেছনে আমাকে বরখাস্ত করার প্রক্রিয়াও একটি কারণ ছিল, যেটি বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছিল। মাঠে ও মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও পারস্পরিক সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বিসিবি তাকে বরখাস্ত করে। তবে হাথুরুসিংহে শুরু থেকেই সে অভিযোগ অস্বীকার করে আসছেন এবং বলে আসছেন, তিনি কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ আইস স বরখ স ত
এছাড়াও পড়ুন:
লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।
আরও পড়ুনএমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর’২ ঘণ্টা আগেইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’
৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে অবশ্য এখনো গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুনউরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষা৪ ঘণ্টা আগে১৯৯৪ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে সেবার বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি লাস ভেগাসে। ইএসপিএন জানিয়েছে, এ ভেন্যুসহ অন্য আরও কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য বুক করা হয়েছে।
লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সেখানে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে। তবে স্ফেয়ার সেন্টারের সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপিকেও একই তথ্য জানিয়েছেন এই সেন্টারের সূত্র।