ফারুকের অপসারণ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
Published: 31st, May 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ৮ জন পরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল—বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতা এবং সাবেক প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া নিয়ে বোর্ডে যথাযথ পরামর্শ না করা।
এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন হাথুরুসিংহে নিজেই। লঙ্কান এই কোচ নিজের লিংকডইন প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন শেয়ার করেন। ওই প্রতিবেদনে ফারুক আহমেদের অপসারণের পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার একটি ছিল হাথুরুসিংহেকে বরখাস্তের প্রক্রিয়া।
পোস্টে হাথুরুসিংহে লেখেন, ‘ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আমার চলে যাওয়া এখন আরও বড় ঘটনার অংশ। আমি সাধারণত আমার কাজকেই আমার হয়ে কথা বলতে দিই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনায় আবারও আলোচনায় চলে এসেছি। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি সভাপতির অপসারণের পেছনে আমাকে বরখাস্ত করার প্রক্রিয়াও একটি কারণ ছিল, যেটি বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছিল। মাঠে ও মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও পারস্পরিক সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বিসিবি তাকে বরখাস্ত করে। তবে হাথুরুসিংহে শুরু থেকেই সে অভিযোগ অস্বীকার করে আসছেন এবং বলে আসছেন, তিনি কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ আইস স বরখ স ত
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড