ছাত্রদলের ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ ডুজার
Published: 31st, May 2025 GMT
পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের বারবার ন্যাক্কারজনক হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
শনিবার (৩১ মে) ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ স্তম্ভের উপর বারবার আঘাত এনে ছাত্রদল নেতাকর্মীরা গণতন্ত্রবিরোধী এবং স্বেচ্ছাচারী চেহারা প্রকাশ করছে। অপেশাদারিত্ব ও কাপুরুষতায় ভরা এ ধরনের হামলা চরম উদ্বেগজনক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বিবৃতিতে তারা বলেন, “গত বুধবার (২৮ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের গায়ে হাত তোলা, ধাক্কাধাক্কি করা এবং মোবাইল ফোন ছুড়ে ফেলা বর্বরতার আরেকটি উদাহরণ। বিশেষ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং তার অনুসারীদের নেতৃত্বে সংঘটিত এই হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।”
আরো পড়ুন:
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
‘পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার খবর সঠিক নয়’
ডুজা নেতৃবৃন্দ বলেন, “ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর ‘আগে সাংবাদিক মার’ স্লোগান দিয়ে হামলা চালানো কেবল সাংবাদিকতা নয়, মতপ্রকাশের স্বাধীনতার ওপর ও সরাসরি আঘাত। এ ধরনের হামলা গণমাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টার নামান্তর, যা চরম প্রতিক্রিয়াশীল ও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।”
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারী তিতুমীর কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, বরিশাল ও কুমিল্লায় ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার একের পর এক অভিযোগ দেশে স্বাধীন সাংবাদিকতা ত্বরান্বিত করার পথে অন্যতম বাঁধা। সংগঠনটির নেতাকর্মীরা বারবার গণমাধ্যমকে টার্গেট করে হামলা করছে, অথচ কেন্দ্রীয় নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান ডুজা নেতৃবৃন্দ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এমন ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ন ত কর ম
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ