ছাত্রদলের ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ ডুজার
Published: 31st, May 2025 GMT
পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের বারবার ন্যাক্কারজনক হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
শনিবার (৩১ মে) ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ স্তম্ভের উপর বারবার আঘাত এনে ছাত্রদল নেতাকর্মীরা গণতন্ত্রবিরোধী এবং স্বেচ্ছাচারী চেহারা প্রকাশ করছে। অপেশাদারিত্ব ও কাপুরুষতায় ভরা এ ধরনের হামলা চরম উদ্বেগজনক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বিবৃতিতে তারা বলেন, “গত বুধবার (২৮ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের গায়ে হাত তোলা, ধাক্কাধাক্কি করা এবং মোবাইল ফোন ছুড়ে ফেলা বর্বরতার আরেকটি উদাহরণ। বিশেষ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং তার অনুসারীদের নেতৃত্বে সংঘটিত এই হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।”
আরো পড়ুন:
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
‘পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার খবর সঠিক নয়’
ডুজা নেতৃবৃন্দ বলেন, “ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর ‘আগে সাংবাদিক মার’ স্লোগান দিয়ে হামলা চালানো কেবল সাংবাদিকতা নয়, মতপ্রকাশের স্বাধীনতার ওপর ও সরাসরি আঘাত। এ ধরনের হামলা গণমাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টার নামান্তর, যা চরম প্রতিক্রিয়াশীল ও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।”
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারী তিতুমীর কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, বরিশাল ও কুমিল্লায় ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার একের পর এক অভিযোগ দেশে স্বাধীন সাংবাদিকতা ত্বরান্বিত করার পথে অন্যতম বাঁধা। সংগঠনটির নেতাকর্মীরা বারবার গণমাধ্যমকে টার্গেট করে হামলা করছে, অথচ কেন্দ্রীয় নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান ডুজা নেতৃবৃন্দ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এমন ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ন ত কর ম
এছাড়াও পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশসহ তিনজনের আহতের ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। পরে রাতেই নালিতাবাড়ী থানায় পুলিশ মামলা করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনকে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি ধরতে গিয়ে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে নালিতাবাড়ী থানা পুলিশের তিন সদস্যের দল অভিযান চালায়। তখন মাজম আলীসহ অন্য তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতরা হলেন, নালিতাবাড়ী থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন।
ঢাকা/তারিকুল/বকুল