বন্দরে অভিযান চালিয়ে ৩ হাজার ৯৭১ পিস ভারতীয় শাড়ি ও ৩৫৪ পিস থ্রি-পিস জব্দ করেছে র‌্যাব-। রবিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে শনিবার রাতে উপজেলার মদনপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ওই শাড়ী ও ত্রি পিস জব্দ করা হয়। 

এসময় কাভার্ড ভ্যানের চালক মো.

মিকাইল হোসেন হরফে রয়েলকে (৩১) আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃত চালক মিকাইল হলেন যশোরের মনিরামপুর থানার পলাশী গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বর্তমানে কুমিল্লার বুড়িচং থানা এলাকায় বসবাস করতো।

র‌্যাব জানায়, শনিবার রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।র্ যাব জানতে পারে যে, চোরাকারবারীরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস কাভার্ড ভ্যানে করে কুমিল্লা থেকে ঢাকার দিকে নিয়ে আসছে।

এই খবরের ভিত্তিতে মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দিকে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে, চালক মোঃ মিকাইল হোসেন ভ্যানটি থামিয়ে পালানোর চেষ্টা করে।র্ যাব ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৩ হাজার ৬১৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র চালক দেখাতে পারেননি।

র‌্যাব আরও জানায়, মিকাইলকে জিজ্ঞাসাবাদ করলে সে চোরাচালানের কথা স্বীকার করে। জব্দকৃত শাড়ি ও থ্রি-পিসগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।

কাভার্ড ভ্যানটির মালিক আরিফ মজুমদার। মিকাইল গত ৭-৮ মাস ধরে মাসিক ২০,০০০ টাকা বেতনে তার প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত। 

৩১ মে বিকেলে আরিফ মজুমদারের লোকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুল সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো ভ্যানে লোড করে দেয় এবং একটি অজ্ঞাত প্রাইভেটকার পাহারায় ঢাকার উদ্দেশে রওনা হয়। কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার ও ম্যানেজার খোরশেদসহ অজ্ঞাত আরও ২-৩ জন দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সাথে জড়িত।

এ ঘটনায় আটককৃত চালক মিকাইল হোসেন ও পলাতক মালিক আরিফ মজুমদার, ম্যানেজার খোরশেদ ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ লক ম

এছাড়াও পড়ুন:

জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক

জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক। মুফতি আবদুল্লাহ আল মাসুদ নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গয়েশপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে। এরপর তাকে ফাঁড়িতে নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। 

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারত থেকে নিজের দেশে ফিরে যাননি মাসুদ। তিনি অবৈধভাবে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কাটাগঞ্জ এলাকায় বসবাস করতেন। সম্প্রতি তার বেশ কিছু কর্মকান্ডে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এর পরই মাসুদকে ইসলামী উগ্রপন্থী বলে দাবি করে পুলিশে অভিযোগ করা হয়। যেহেতু তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই পুলিশ তাকে একজন অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। 

বিষয়টি সামনে আসার পরই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষে কিছুই জানানো হয়নি। 

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ভারত বাংলাদেশের দিনাজপুর সীমান্ত ও ভোমরা ঘোজাডাঙা সীমান্তে এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরো ১১ জন বাংলাদেশি নাগরিক। 

পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি নাগরিককে। আটককৃতে ওই ব্যক্তির নাম পঞ্চানন পাল। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বাসিন্দা। ভারতে তিনি পরিচয় বদল করে রূপায়ণ পাল নামে বসবাস করছিলেন বলে অভিযোগ। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড ও এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত উদ্ধার হয়েছে। 

একইদিনে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্তের কাছে সরুপনগর এলাকার তারালি সীমান্ত থেকে বিএসএফের ১৪৩নম্বর ব্যাটালিয়নের হাতে আটক হয়েছেন আরো বাংলাদেশি নাগরিক। 

সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে আটকের পর তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে তিন শিশু, তিনজন পুরুষ ও চারজন নারী। এর সবাই বাংলাদেশের সাতক্ষীরা এবং খুলনার বাগেরহাটের বাসিন্দা।

সুচরিতা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 
  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 
  • জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক