ঠাকুরগাঁওয়ে ৪৫০ টাকা কেজিদরে পশু বিক্রি
Published: 2nd, June 2025 GMT
ঠাকুরগাঁওয়ে কোরবানির উদ্দেশ্যে দেশি-বিদেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ। দরকষাকষির ঝামেলা এড়াতে কেজি দরে গরু বিক্রি করছে বেশ কিছু গরুর খামারি। নতুন এই পদ্ধতিতে গরু কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারাও।
প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে ৬ হাজার ৪টি। আর কোরবানির জন্য এক লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে শতাধিক গরু ও মহিষ প্রস্তুত করেছে ঠাকুরগাঁওয়ের বিসমিল্লাহির এগ্রো ফার্ম। তবে প্রচলিত নিয়ম বদলে তারা পশু বিক্রি করছেন ওজনের উপর ভিত্তি করে। পশু ছোট হোক বা বড়, প্রতি কেজি ৪৫০ টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা। ঠাকুরগাঁওয়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন কোরবানির পশু কিনতে। কেউ কেউ অগ্রিম বুকিং দিয়ে যাচ্ছেন।
আরো পড়ুন:
প্রস্তুত হাট, আসছে গরু-অপেক্ষা ক্রেতার
খুলনার জোড়াগেট হাটে হাসিল কমেছে ১ শতাংশ
ক্রেতারা জানান, গরু কেনার যথেষ্ট অভিজ্ঞতা না থাকায় অনেক সময় দরকষাকষিতে কোরবানির পশু কিনতে গিয়ে তারা ঠকে যান। তাই কেজিদরে একদামে গরু কেনা অনেকটা স্বাচ্ছন্দ্যের।
ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা রতন তালুকদার বলেন, ‘‘আমরা যেহেতু সারা বছরে গরু কেনা-বেচার সঙ্গে জড়িত থাকি না, আমরা কোরবানির সময় গরু কিনতে গিয়ে ঠকে যাই। তাই এভাবে ওজনে কেনা আমাদের জন্যে ঝুঁকিমুক্ত।’’
ইসলামনগর থেকে গরু কিনতে আসা ইকবাল হোসেন বলেন, ‘‘আমি গরু কিনতে এসেছি। দুটি গরু কিনেছি। এভাবে খামার থেকে লাইভ ওয়েটে গরু কেনা আমাদের জন্যে বেশ সুবিধার। যেহেতু দর কষাকষির ঝামেলা নেই, সাইজ অনুযায়ী একটা পছন্দ করে নিলেই হচ্ছে।’’
ঠাকুরগাঁও বিসমিল্লাহ এগ্রো ফার্মের পরিচালক ও চিকিৎসক রফিকুল ইসলাম জানান, তার খামারের অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। তিনি আশা করছেন ঈদের আগেই সব গরু বিক্রি শেষ হয়ে যাবে।
ঠাকুরগাঁও বিসমিল্লাহ এগ্রো ফার্মের কর্ণধার শামীম আহমেদ জানান, ক্রেতাদের সুবিধা বিবেচনায় তারা কেজিদরে গরু বিক্রি শুরু করেছেন। গত বছর বেশ সাড়া পেয়ে এবার অধিক সংখ্যক গরু প্রস্তুত করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে ক্রেতারা ভিড় করছেন।
ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
ঢাকা/হিমেল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক রব ন র প রস ত ত ঠ ক রগ করছ ন
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ